Home Central Government রাইটস লিমিটেডে ৩৫ ইঞ্জিনিয়ার

রাইটস লিমিটেডে ৩৫ ইঞ্জিনিয়ার

35
0
rites-office
rites-office

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ইঞ্জিনিয়ার পদে ৩৫ জনকে নিচ্ছে রাইটস লিমিটেডে। এটি ভারত সরকারের রেল মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। ২ বছরের চুক্তিভিত্তিতে নিয়োগ হবে সিভিল শাখায়। তবে ভাল কাজের নিরিখে চুক্তির মেয়াদ বাড়তে পারে।

ইঞ্জিনিয়ার (সিভিল) (ভ্যাকান্সি নং: ০১/২০): মোট শূন্যপদ ৩৫টি। অন্তত ৬০ (তফশিলি/ ওবিসি/ শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫০) শতাংশ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম শ্রেণির বি ই/ বি টেক বা বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রিধারীরা আর্থওয়ার্ক/ ব্রিজ/ ট্র্যাক ওয়ার্ক/ সেফটি ইত্যাদি কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন।

বয়স হতে হবে ১-২-২০২০ তারিখের হিসেবে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। মূল মাইনে ৪০,০০০ – ১,৪০,০০০ টাকা।

প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা, পার্সোনাল ইন্টারভিউ/ নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষা হবে দেশের ৬টি (দিল্লি/গুরগাওঁ, কলকাতা, চেন্নাই, মুম্বাই, হায়দরাবাদ, নাগপুর) পরীক্ষা কেন্দ্রে। ইন্টারভিউয়ের উত্তর দিতে হবে ইংরিজি বা হিন্দিতে।

আবেদন করবেন অনলাইনে http://www.rites.com ওয়েবসাইটের মাধ্যমে, ২৩ মার্চের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকা চাই। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদনের ফি বাবদ দিতে হবে ৬০০ (তফশিলি, শারীরিক প্রতিবন্ধী, আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের ক্ষেত্রে ৩০০) টাকা। ফি জমা দেবেন অনলাইনে। এবার ফাইনাল সাবমিশন করে রেজিস্ট্রেশন নম্বর সহ সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নেবেন। এর নির্দিষ্ট জায়গায় সই করবেন।

বাছাই পরীক্ষার সময় সঙ্গে দেবেন অনলাইন আবেদনপত্রের প্রিন্ট, ২ কপি পাসপোর্ট মাপের রঙিন ছবি, জন্মতারিখের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেট, যাবতীয় শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট, জাতিগত শংসাপত্র, বাসস্থান ও স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, অভিজ্ঞতার সার্টিফিকেট, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সার্টিফিকেট ইত্যাদির স্বপ্রত্যয়িত জেরক্স ও সেসবের মূলগুলি। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করুন:– https://rites.com/web/images/stories/uploadVacancy/1_20-Engineer%20DFC-cont-pay-scale-ad.pdf

অনলাইন আবেদন করুন:– https://recruit.rites.com/frmRegistration.aspx

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here