কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: শিপ ডিজাইন অ্যাসিস্ট্যান্ট পদে ৩০ জনকে নিচ্ছে কোচি শিপইয়ার্ড লিমিটেডে। নিয়োগ হবে অস্থায়ীভাবে ৩ বছরের জন্য, মেকানিক্যাল এবং ইলেক্ট্রিক্যাল ডিসিপ্লিনে।
শিপ ডিজাইন অ্যাসিস্ট্যান্ট (মেকানিক্যাল): শূন্যপদ ৯টি। কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ প্রার্থীরা অন্তত ৬০ শতাংশ নম্বর সহ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারেন। সঙ্গে কোনও শিপইয়ার্ড/ ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে ট্রাইবনে দক্ষতা সহ ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই।
শিপ ডিজাইন অ্যাসিস্ট্যান্ট (ইলেক্ট্রিক্যাল): শূন্যপদ ২১টি। কোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ প্রার্থীরা অন্তত ৬০ শতাংশ নম্বর সহ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ৩ বছরের ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারেন। সঙ্গে কোনও শিপইয়ার্ড/ ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে ট্রাইবনে দক্ষতা সহ ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই।
বয়স হতে হবে ৪-৩-২০২০ তারিখের হিসেবে ৩০ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩ বছর এবং প্রাক্তন সমরকর্মীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। থোক মাইনে প্রথম বছর মাসে ২৪,৪০০ টাকা ও অতিরিক্ত সময় কাজের জন্য ৫,১০০ টাকা, দ্বিতীয় বছর মাসে ২৫,১০০ টাকা ও অতিরিক্ত সময় কাজের জন্য ৫,২০০ টাকা, তৃতীয় বছর মাসে ২৫,৯০০ টাকা ও অতিরিক্ত সময় কাজের জন্য ৫,৫০০ টাকা।
প্রার্থীবাছাই হবে দুটি ফেজে পরীক্ষার মাধ্যমে। মোট ৫০ নম্বরের প্রথম ফেজে হবে দুটি পার্টের অনলাইন টেস্ট। প্রথম পার্টে থাকবে জেনারেল নলেজ বিষয়ের ৫টি, জেনারেল ইংলিশ বিষয়ের ৫টি, রিজনিং বিষয়ের ৫টি, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউট বিষয়ের ৫টি প্রশ্ন এবং দ্বিতীয় পার্টে থাকবে ডিসিপ্লিন সংক্রান্ত ৩০টি প্রশ্ন। উত্তরের জন্য সময় পাবেন ৬০ মিনিট। প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর করে। নেগেটিভ মার্কিং নেই। পরীক্ষা হবে কোচি/ কেরালার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে। দ্বিতীয় ফেজে হবে ৩০ নম্বরের প্র্যাক্টিক্যাল টেস্ট। সবশেষে হবে নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা। পরীক্ষার কললেটার নীচে বলা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে।
আবেদন অনলাইনে www.cochinshipyard.com ওয়েবসাইটের মাধ্যমে, ৪ মার্চের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকা চাই। প্রথমে ওপরে বলা ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। তখন পাবেন রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড। এগুলি যত্ন করে লিখে রাখবেন। অনলাইন আবেদন করতে বসার আগে ছবি ও সই সহ নিজের যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করে সময় আপলোড করতে হবে।
আবেদনের ফি বাবদ দিতে হবে ২০০ টাকা। অনলাইনে ফি জমা দেবেন ডেবিট/ ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। অনলাইনে ফি পেমেন্ট হবে গেলে ই-রিসিপ্টের প্রিন্ট নিয়ে নেবেন। তফশিলি, শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। এবার সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করুন:– https://cochinshipyard.com/uploads/career/c1c2123a842f253c670a378cb2563518.pdf
অনলাইন আবেদন করুন:– https://csl.cochinshipyard.com:8000/sap/bc/webdynpro/sap/hrrcf_a_candidate_registration?sap-language=EN#