Home Central Government ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে ৫০ অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান

ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে ৫০ অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান

37
0
BIS Head office
BIS Head office

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র টেকনিশিয়ান পদে ৫০ জনকে নিচ্ছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে। এটি কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন মিনিস্ট্রির অধীনস্থ একটি সংস্থা। শুরুতে ২ বছরের প্রবেশন।

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ল্যাবরেটরি): মোট শূন্যপদ ৩০টি। এরমধ্যে থেকে কেমিক্যালে ১২টি, মেকানিক্যালে ৫টি, ইলেক্ট্রিক্যালে ২টি, মাইক্রোবায়োলজিতে ৬টি, সিভিলে ৫টি। অন্তত ৬০ (তফশিলিদের ক্ষেত্রে ৫০) শতাংশ নম্বর সহ কেমিস্ট্রি/ মাইক্রোবায়োলজি/ ফিজিক্স/ বায়ো-টেকনোলজি/ ফুড টেকনোলজি/ বায়ো-কেমিস্ট্রি/ ইলেক্ট্রনিক্স একটি মূল বিষয় হিসেবে নিয়ে বিজ্ঞান শাখার ব্যাচেলর ডিগ্রিধারীরা অথবা অন্তত ৬০ (তফশিলিদের ক্ষেত্রে ৫০) শতাংশ নম্বর সহ মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ সিভিল/ কেমিক্যাল/ ইলেক্ট্রনিক্স/ ফুড টেকনোলজি/ মেটালার্জির ৩ বছরের ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। মূল মাইনে লেভেল-৬ অনুযায়ী।

সিনিয়র টেকনিশিয়ান: মোট শূন্যপদ ২০টি। এরমধ্যে থেকে এয়ার কন্ডিশনিং/ রেফ্রিজারেশনে ১টি, মেকানিক (ডিজেল ইঞ্জিন) ৭টি, ইলেক্ট্রিশিয়ানে ৫টি, ফিটারে ৩টি, ওয়েল্ডারে ১টি, কার্পেন্টারে ৩টি। মাধ্যমিক/ সমতুল পাশ প্রার্থীরা ইলেক্ট্রিশিয়ান/ এয়ার-কন্ডিশনিং/ রেফ্রিজারেশন/ মেকানিক (ডিজেল ইঞ্জিন)/ ফিটার/ কার্পেন্টার/ ওয়েল্ডার ট্রেডের আইটিআই সার্টিফিকেটধারী হলে এবং আইটিআই/ ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাওয়ার পরে সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের হাতে-কলমে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। তবে ওয়েল্ডার ট্রেডের ক্ষেত্রে প্রার্থীকে সঙ্গে ওয়েল্ডার কোয়ালিফাইং টেস্টও পাশ করে থাকতে হবে। মূল মাইনে লেভেল-৪ অনুযায়ী।

বয়স হতে হবে ৮-৩-২০২০ তারিখের হিসেবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে (অর্থাৎ জন্মতারিখ হতে হবে ৯-৩-১৯৯০ থেকে ৯-৩-২০০২ তারিখের মধ্যে) এবং সিনিয়র টেকনিশিয়ান পদের ক্ষেত্রে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে (অর্থাৎ জন্মতারিখ হতে হবে ৯-৩-১৯৯৩ থেকে ৯-৩-২০০২ তারিখের মধ্যে)। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা, নথিপত্র যাচাই, ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে থাকবে ৫০ নম্বরের রিজনিং, ৫০ নম্বরের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ৫০ নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস এবং ৫০ নম্বরের সংশ্লিষ্ট ডিসিপ্লিন সংক্রান্ত টেকনিক্যাল নলেজ বিষয়ের প্রশ্ন। উত্তরের জন্য সময় পাবেন ১২০ মিনিট। সিনিয়র টেকনিশিয়ান পদের ক্ষেত্রে থাকবে ৫০ নম্বরের রিজনিং, ৫০ নম্বরের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ৫০ নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস এবং ৫০ নম্বরের সংশ্লিষ্ট ডিসিপ্লিন সংক্রান্ত আইটিআই বিষয়ের প্রশ্ন। উত্তরের জন্য সময় পাবেন ১২০ মিনিট। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষা হবে ২৯ মার্চ।

পরীক্ষা কেন্দ্রগুলি হল: পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা, বিহারের ক্ষেত্রে পাটনা, ওড়িশার ক্ষেত্রে ভুবনেশ্বর, অসম/ মেঘালয়/ অরুণাচল প্রদেশ/ মনিপুর/ মিজোরাম/ ত্রিপুরার ক্ষেত্রে গুয়াহাটি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রে চেন্নাই। এছাড়া দেশের অন্যান্য রাজ্যে পরীক্ষাকেন্দ্র আছে। ইংরিজি ছাড়া বাকি বিষয়ের প্রশ্ন হবে ইংরিজি ও হিন্দিতে। পরীক্ষা কেন্দ্রের ঠিকানা, সময় ইত্যাদি পাবেন অ্যাডমিট কার্ডে। কললেটার ডাউনলোড ওপরে বলা ওয়েবসাইট থেকে। পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ২৩ মার্চ থেকে। পরীক্ষার ফল প্রকাশিত হবে ২১ এপ্রিল।

আবেদন করবেন অনলাইনে www.bis.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ৮ মার্চের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। অনলাইন আবেদন করতে বসার আগে নিজের পাসপোর্ট মাপের ছবি ও সই স্ক্যান করে রাখবেন। দরখাস্তের সময় আপলোড করতে হবে। প্রথমে ওপরে বলা ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। তখন পাবেন রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড। এগুলি যত্ন করে লিখে রাখবেন। অনলাইনে ফি জমা দেবেন ডেবিট/ ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী, মহিলা ও প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না। এবার যাবতীয় তথ্য সঠিকভাবে যাচাই করে সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 1/2020/Estt। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করুন:– https://bis.gov.in/index.php/recruitment-to-the-posts-of-technical-assistant-lab-and-senior-technician/
অনলাইন আবেদন করুন:– https://bis2019.azurewebsites.net/#no-back-button

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here