কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সাইবার ক্রাইম কনসালট্যান্ট পদে ৮ জনকে নিচ্ছে শিলিগুড়ির নর্থ বেঙ্গল রিজিয়নের ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে। নিয়োগ হবে অস্থায়ী ও চুক্তিভিত্তিতে।
সাইবার ক্রাইম কনসালট্যান্ট (সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল): মোট শূন্যপদ ৮টি। নিয়োগ হবে নর্থ বেঙ্গলের ৮টি সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে। ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স এন্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের বি ই/ বি টেক/ এমসিএ ডিগ্রিধারীরা অথবা বিসিএ/ বিএসসি ডিগ্রিধারীরা সংশ্লিষ্ট কাজের ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বিভিন্ন ধরনের কম্পিউটার সার্টিফিকেটধারী হলে ভাল।
থোক মাইনে মাসে ৩৫,০০০ টাকা। সঙ্গে ভাল কাজের নিরিখে উপস্থিতি অনুযায়ী প্রতি বছর ১,০০০ টাকা বাড়বে।
প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা, ইন্টারভিউয়ের মাধ্যমে। তবে প্রয়োজন হলে প্র্যাক্টিক্যাল টেস্টও হতে পারে।
আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন http://www.wbpolice.gov.in বা www.banglarmukh.gov.in ওয়েবসাইটে। সঙ্গে পাসপোর্ট মাপের ছবি, সই, যাবতীয় শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, জন্মতারিখের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড/ সার্টিফিকেট, স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র এগুলি সব স্ক্যান করে রাখবেন। এবার যাবতীয় স্ক্যান সহ আবেদন পত্র পাঠাবেন ৬ মার্চের মধ্যে। এই ইমেল আইডিগুলিতে: igpnbr-slg@policewb.gov.in বা cybercrimenbr@gmail.com. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করুন:– http://www.wbpolice.gov.in/writereaddata/wbp/SSPNB.pdf