Home Government Jobs গুয়াহাটি হাইকোর্টে ২৭ গ্রেড-থ্রি

গুয়াহাটি হাইকোর্টে ২৭ গ্রেড-থ্রি

29
0

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: গ্রেড-থ্রি পদে ২৭ জনকে নিচ্ছে গুয়াহাটি হাইকোর্টে। নিয়োগ হবে অসম জুডিশিয়াল সার্ভিসে। প্রার্থীদের অসমিয়া ভাষা জানতে হবে।
গ্রেড-থ্রি: মোট শূন্যপদ ২৭টি (অসংরক্ষিত ১৬, তফশিলি উপজাতি-সমতল ৩, তফশিলি উপজাতি-পার্বত্য এলাকা ৮)। আইনের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২৬-২-২০২০ তারিখের হিসেবে ৩৮ (তফশিলিদের ক্ষেত্রে ৪৩) বছরের মধ্যে। মূল মাইনে ২৭,৭০০ – ৪৪,৭৭০ টাকা।
প্রার্থীবাছাই হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে। এতে থাকবে প্রিলিমিনারি ও মেইন পরীক্ষা। এরপর হবে নথিপত্র যাচাই ও মৌখিক/ ইন্টারভিউ। মোট ১০০ নম্বরের প্রিলি পরীক্ষায় থাকবে ৯০ নম্বরের জেনারেল নলেজ, অ্যাপ্টিটিউট, ইংলিশ, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, কোড অফ সিভিল প্রসিডিওর, কোড অফ ক্রিমিন্যাল প্রসিডিওর, ট্রান্সফার অফ প্রোপার্টি অ্যাক্ট, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, ইন্ডিয়ান পিনাল কোড, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, ল অফ টর্টস এবং ১০ নম্বরের অসমিয়া ল্যাঙ্গুয়েজ বিষয়ের অবজেক্টিভ টাইপের প্রশ্ন। এতে ৬০ শতাংশ নম্বর পেলেই মেইন পরীক্ষায় বসতে পারবেন। মেইন পরীক্ষায় থাকবে ৫টি পেপার। প্রথম পেপারে থাকবে ১০০ নম্বরের ইংলিশ (এসে রাইটিং, প্রেসি রাইটিং, গ্রামার ইত্যাদি), দ্বিতীয় পেপারে থাকবে ১০০ নম্বরের জেনারেল নলেজ (অবজেক্টিভ টাইপ, অ্যাপ্টিটিউট টেস্ট), তৃতীয় পেপারে থাকবে ১০০ নম্বরের ল পেপার-১ (কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, কোড অফ সিভিল প্রসিডিওর, ট্রান্সফার অফ প্রোপার্টি অ্যাক্ট, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট), চতুর্থ পেপারে থাকবে ১০০ নম্বরের ল পেপার-২ (ইন্ডিয়ান পিনাল কোড, কোড অফ ক্রিমিন্যাল প্রসিডিওর, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, ল অফ টর্টস) এবং পঞ্চম পেপারে থাকবে ৫০ নম্বরের অসমিয়া ভাষার পরীক্ষা। প্রতিটি পেপারে অন্তত ৪৫ শতাংশ নম্বর এবং পঞ্চম পেপারে ৩৫ শতাংশ নম্বর পেলেই তবে সফল হবেন। এরপর হবে ৫০ নম্বরের মৌখিক/ ইন্টারভিউ। এতে অন্তত ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
আবেদন করবেন অনলাইনে www.ghconline.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৬ ফেব্রুয়ারির মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকা চাই। অনলাইন আবেদন করতে বসার আগে নিজের পাসপোর্ট মাপের ছবি ও সই (৫ থেকে ৩০ কেবি সাইজের মধ্যে) স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করার সময় আপলোড করতে হবে। প্রথমে ওপরে বলা ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। তখন পাবেন রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড। এগুলি যত্ন করে লিখে রাখবেন। আবেদনের ফি বাবদ দিতে হবে ৫০০ (তফশিলিদের ক্ষেত্রে ২৫০) টাকা। জমা দেবেন ডাউনলোড করা চালানের মাধ্যমে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনও শাখায় জমা দেবেন ফি পেমেন্টের ২টি কাজের দিনের পরে। এবার সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here