Central Government Government Jobs State Government Trending News 

ম্যাঙ্গানিজ ওর (ইন্ডিয়া) লিমিটেডে ২২ ম্যানেজার, ড্রাইভার সিভিল ওভারিসয়ার

বিভিন্ন ম্যানেজার, সিভিল ওভারসিয়ার ও ইঞ্জিন ড্রাইভার পদে ২২ জনকে নিচ্ছে ম্যাঙ্গানিজ ওর (ইন্ডিয়া) লিমিটেডে (মোইল)। নীচের মতো যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারেন।
চিফ ম্যানেজার (মাইনস) (ই-০৪): শূন্যপদ ৩টি (অসং)। মাইনিং বা সমতুল বিষয়ের বি ই/ বি টেক ডিগ্রিধারী হতে হবে এবং প্রথম শ্রেণির মাইন ম্যানেজার্স সার্টিফিকেট অফ কম্পিটেন্সি থাকতে হবে। ১০ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৪২ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে। মাইনে ৭০,০০০ – ২,০০,০০০ টাকা।
সিনিয়র ম্যানেজার (মেকানিক্যাল) (ই-০৩): শূন্যপদ ৩টি (অসং)। মেকানিক্যাল বা সমতুল বিষয়ের বি ই/ বি টেক ডিগ্রিধারী হতে হবে। ৭ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩৮ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে। মাইনে ৬০,০০০ – ১,৮০,০০০ টাকা।
সিভিল ওভারসিয়ার (এনই-০৯): শূন্যপদ ৪টি (অসং ৩, ওবিসি ১)। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমাধারী হতে হবে। ৩ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। মাইনে ১২,২০০ – ২৩,০০০ টাকা।
উইন্ডিং ইঞ্জিন ড্রাইভার-টু (এনই-০৫): শূন্যপদ ১২টি (অসং ৬, তঃজাঃ(বি/ এল) ১, ওবিসি (১টি বি/ এল-সহ) ৩, আর্থিকভাবে দুর্বল প্রার্থী ১)। মাধ্যমিক/ সমতুল পাশ হতে হবে এবং প্রথম শ্রেণির উইন্ডিং ইঞ্জিন ড্রাইভার্স সার্টিফিকেট অফ কম্পিটেন্সি থাকতে হবে। দ্বিতীয় শ্রেণির উইন্ডিং ইঞ্জিন ড্রাইভার্স সার্টিফিকেট অফ কম্পিটেন্সি পাওয়ার পর ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে।মাইনে ১০,৬০০ – ১৯,০০০ টাকা।
দরখাস্ত করতে হবে নির্ধারিত বয়ান পূরণ করে (দরখাস্তের নির্দিষ্ট জায়গায় ১ কপি পাসপোর্ট মাপের ছবি সাঁটতে হবে)।বয়ান পাবেন www.moil.nic.in ওয়েবসাইট থেকে। ফি বাবদ চিফ ম্যানেজার পদের প্রার্থীদের ৫০০ টাকা, সিনিয়র ম্যানেজার পদের প্রার্থীদের ১০০ টাকা এবং সিভিল ওভারসিয়ার এবং উইন্ডিং ইঞ্জিন ড্রাইভার পদের প্রার্থীদের ৫০ টাকা দিতে হবে। ফি দেবেন ডিমান্ড ড্রাফটের মাধ্যমে। ড্রাফট কাটবেন MOIL Limited, Nagpur -এর অনুকূলে।দরখাস্তের সঙ্গে দিতে হবে ডিমান্ড ড্রাফট ও যাবতীয় প্রমাণপত্রের স্ব-প্রত্যয়িত জেরক্স। ড্রাফট, প্রমাণপত্রের স্ব-প্রত্যয়িত জেরক্স এবং পূরণ করা দরখাস্ত খামে ভরে খামের ওপর লিখবেন “Application for the post of ……..”. শূন্যস্থানে পদের নাম লিখবেন।এমনভাবে পাঠাবেন যেন তা পৌঁছয় ১৮ ফেব্রুয়ারির মধ্যে। এই ঠিকানায়: Jt. General Manager (Pers.), Recruitment, MOIL Limited, MOIL Bhawab, 1-A Katol Road, Nagpur- 440 013. আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে।

Related posts

Leave a Comment