Home Central Government দূরদর্শনে নিউজ রিডার, এডিটর, অ্যাসিস্ট্যান্ট

দূরদর্শনে নিউজ রিডার, এডিটর, অ্যাসিস্ট্যান্ট

68
0
https://doordarshan.gov.in

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ক্যাজুয়াল নিউজ রিডার, ক্যাজুয়াল অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর, ক্য়াজুয়াল অ্যাসিস্ট্যান্ট ওয়েবসাইট এডিটর সহ বিভিন্ন পদে কিছু লোক নিচ্ছে কলকাতার প্রসার ভারতীর দূরদর্শন কেন্দ্র কলকাতার রিজিওনাল নিউজ ইউনিটে। নিয়োগ হবে চুক্তিরভিত্তিতে।
ক্যাজুয়াল নিউজ রিডার: গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা বাংলা ভাষায় দক্ষ হলে এবং ক্যামেরার উপযুক্ত মুখমণ্ডল ও ভাল গলার স্বর থাকলে আবেদন করতে পারেন। স্পষ্ট ও নির্ভুল উচ্চারণ দক্ষতা সহ জাতীয়, আন্তর্জাতিক কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে সম্মুক জ্ঞান থাকতে হবে। সঙ্গে আঞ্চলিক/ ভারতীয় এবং বৈদেশিক বিশেষ ব্যক্তিত্বের নাম সহ পরিচিতি থাকা আবশ্যিক। সাংবাদিকতা এবং একাডেমিক প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড ও টেলিভিশন বা রেডিও মিডিয়ায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। ইংলিশ এবং হিন্দি জ্ঞান ও খবরে প্রকাশিত ব্যক্তিদের ইন্টারভিউ করার ক্ষমতা, খেলাধূলা সংক্রান্ত নিউজ স্টোরি বা রিপোর্ট লেখার দক্ষতা থাকলে ভাল। বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। আবেদনের ভিত্তিতে বাছাই প্রার্থীদের পার্সোনালিটি, কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত জ্ঞান এবং ভয়েস কোয়ালিটি পরীক্ষার জন্য প্রিলিমিনারি স্কিল টেস্ট, এবং ৫ মিনিট ধরে ক্যামেরা রিডিং কোয়ালিটির মাধ্যমে। পারিশ্রমিক ফ্রেশারদের ক্ষেত্রে প্রতিদিনের প্রতি সিফটের জন্য ১,২৫০ টাকা এবং ৩ বছরের অভিজ্ঞতার প্রার্থীদের ক্ষেত্রে প্রতিদিনের প্রতি সিফটের জন্য ১,৬০০ টাকা।
ক্যাজুয়াল অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর: গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজমে ডিগ্রি/ ডিপ্লোমাধারী হলে এবং নিউজ ব্রডকাস্টিং বা নিউজ সংস্থায় ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। জাতীয়/ আন্তর্জাতিক অ্যাফেয়ার্স-এর জ্ঞান এবং বাংলা ভাষায় কোর্স পাশ করে থাকতে হবে। বয়স হতে হবে ২৫ থেকে ৫০ বছরের মধ্যে। দরখাস্তের ভিত্তিতে বাছাই প্রার্থীদের স্কিল টেস্টের জন্য ডাকা হবে। পারিশ্রমিক প্রতিদিনের প্রতি সিফটের জন্য ১,৬০০ টাকা।
ক্যাজুয়াল পোস্ট প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা ফিল্ম অ্যান্ড ভিডিও এডিটিংয়ের ডিগ্রি/ ডিপ্লোমাধারী হলে এবং সংশ্লিট ক্ষেত্রে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বাংলা ভাষায় কোর্স পাশ করে থাকলে, অডিও ভিজুয়ালের মাধ্যমে কাজের দক্ষতা প্রদর্শন, অ্যাডোব প্রিমিয়ার প্রো/এফসিপি/ অ্যাভিড মিডিয়া কম্পোজার, কম্পিউটার গ্রাফিক্স সম্বন্ধে জ্ঞান থাকলে এবং জাতীয়/ আন্তর্জাতিক কার্রেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে ওয়াকিবহাল থাকলে ভাল। দরখাস্তের ভিত্তিতে বাছাই প্রার্থীদের স্কিল টেস্টের জন্য ডাকা হবে। পারিশ্রমিক অ্যাসাইনমেন্ট অনুযায়ী ১,৯৮০ টাকা।
ক্যাজুয়াল সিজি অপারেটর: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে ভাল। বয়স হতে হবে ২১ থেকে ৫০ বছরের মধ্যে। দরখাস্তের ভিত্তিতে বাছাই প্রার্থীদের স্কিল টেস্টের জন্য ডাকা হবে। পারিশ্রমিক প্রতিদিনের প্রতি সিফটের জন্য ৭৫০ টাকা।
ক্য়াজুয়াল অ্যাসিস্ট্যান্ট ওয়েবসাইট এডিটর: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা জার্নালিজম/ ম্যাস কমিউনিকেশনের ডিগ্রি বা ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে, নিউজ মিডিয়া অপেরেশনের দক্ষতা সহ আঞ্চলিক/ জাতীয়/ আন্তর্জাতিক অ্যাফেয়ার্স-এর জ্ঞান থাকলে ভাল। বয়স হতে হবে ২১ থেকে ৫০-এর মধ্যে। দরখাস্তের ভিত্তিতে বাছাই প্রার্থীদের স্কিল টেস্টের জন্য ডাকা হবে। পারিশ্রমিক প্রতিদিনের প্রতি সিফটের জন্য ১,৪০০ টাকা।
আবেদন করবেন নির্ধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন https://doordarshan.gov.in/whats-new ওয়েবসাইটে। এর নির্দিষ্ট জায়গায় ১ কপি পাসপোর্টের সেঁটে দেবেন। সঙ্গে দেবেন যাবতীয় প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত জেরক্স। এগুলি একটি খামে ভরে দরখাস্ত তার ওপর যে পদের জন্য আবেদন করছেন সেটি উল্লেখ করে দেবেন। এবার দরখাস্ত এমনভাবে পাঠাবেন যেন তা পৌঁছয় ২৫ ফেব্রয়ারির মধ্যে। এই ঠিকানায়: Head of News Regional News Unit, Doordarshan Kendar, 18/3, Uday Sankar Sarani, Kolkata – 700095। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here