Home Government Jobs কলকাতা পুরসভার অধীনে ২০১ প্রাইমারি টিচার

কলকাতা পুরসভার অধীনে ২০১ প্রাইমারি টিচার

22
0
Primary teacher
Primary teacher

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: শিক্ষক পদে ২০১ জনকে নিচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে বিভিন্ন প্রাথমিক স্কুলগুলিতে। নিয়োগ হবে ইংলিশ, হিন্দি ও উর্দু বিষয়ে। প্রার্থীবাছাই করবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন।

টিচার (ইংলিশ): মোট শূন্যপদ ১৪৯টি ((অসং ৬৮, অসং-প্রাক্তন সমরকর্মী ৫, অসং-মেধাবি খেলোয়াড় ৩, তঃজাঃ ৩১, তঃজাঃ-প্রাক্তন সমরকর্মী ২, তঃউঃজাঃ ৯, ওবিসি-এ ১৫, ওবিসি-বি ১১)।

(১) ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ৫০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এলিমেন্টারি এডুকেশনের ২ বছরের ডিপ্লোমাধারী হলে অথবা

(২) ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ৫০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা এলিমেন্টারি এডুকেশনের ৪ বছরের ব্যাচেলর ডিগ্রিধারী হলে অথবা

(৩) ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ৫০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা এডুকেশন (স্পেশ্যাল এডুকেশন)-এর ২ বছরের ডিপ্লোমাধারী হলে অথবা

(৪) গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা এলিমেন্টারি এডুকেশনের ২ বছরের ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারেন। এই পদের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক/সমতুল পর্যন্ত প্রথম ভাষা হিসেবে ইংরিজি নিয়ে পড়ে থাকতে হবে অথবা ইংরেজিতে অনার্স অথবা ইংরিজিতে এমএ পাশ করে থাকতে হবে। প্রার্থীদের মাধ্যমিক স্তরে ইংরিজি ও ম্যাথমেটিক্স একটি বিষয় হিসেবে পড়ে থাকা চাই। এছাড়া প্রার্থীদের রাজ্য/ সেন্ট্রাল আয়োজিত টিচার এলিজিবিলিটি টেস্ট (টেট) পাশ করে থাকতে হবে।

টিচার (হিন্দি): মোট শূন্যপদ ১৯টি (অসং-প্রাক্তন সমরকর্মী ১, অসং-মেধাবি খেলোয়াড় ১, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৩, ওবিসি-এ ২, ওবিসি-বি ৫)।

(১) ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ৫০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এলিমেন্টারি এডুকেশনের ২ বছরের ডিপ্লোমাধারী হলে অথবা

(২) ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ৫০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা এলিমেন্টারি এডুকেশনের ৪ বছরের ব্যাচেলর ডিগ্রিধারী হলে অথবা

(৩) ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ৫০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা এডুকেশন (স্পেশ্যাল এডুকেশন)-এর ২ বছরের ডিপ্লোমাধারী হলে অথবা

(৪) গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা এলিমেন্টারি এডুকেশনের ২ বছরের ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারেন। যে ভাষামাধ্যমে পড়ানোর জন্য আবেদন করবেন সেই ভাষা উচ্চমাধ্যমিক/সমতুল পরীক্ষায় প্রথম বা দ্বিতীয় ভাষা হিসেবে নিয়ে পাশ করে থাকতে হবে। প্রার্থীদের মাধ্যমিক স্তরে ইংরিজি ও ম্যাথমেটিক্স একটি বিষয় হিসেবে পড়ে থাকা চাই। এছাড়া প্রার্থীদের রাজ্য/ সেন্ট্রাল আয়োজিত টিচার এলিজিবিলিটি টেস্ট (টেট) পাশ করে থাকতে হবে।

টিচার (উর্দু): মোট শূন্যপদ ৩৩টি। এদের মধ্যে থেকে পুরুষদের জন্য শূন্যপদ ২৫টি (অসং-প্রাক্তন সমরকর্মী ১, অসং-মেধাবি খেলোয়াড় ১, তঃজাঃ ১২, তঃউঃজাঃ ৪, ওবিসি-এ ২, ওবিসি-বি ৫)। মহিলাদের জন্য শূন্যপদ ৮টি (অসং-শারীরিক প্রতিবন্ধী ১, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ১)।

(১) ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ৫০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এলিমেন্টারি এডুকেশনের ২ বছরের ডিপ্লোমাধারী হলে অথবা

(২) ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ৫০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা এলিমেন্টারি এডুকেশনের ৪ বছরের ব্যাচেলর ডিগ্রিধারী হলে অথবা

(৩) ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ৫০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা এডুকেশন (স্পেশ্যাল এডুকেশন)-এর ২ বছরের ডিপ্লোমাধারী হলে অথবা

(৪) গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা এলিমেন্টারি এডুকেশনের ২ বছরের ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারেন। যে ভাষামাধ্যমে পড়ানোর জন্য আবেদন করবেন সেই ভাষা উচ্চমাধ্যমিক/সমতুল পরীক্ষায় প্রথম বা দ্বিতীয় ভাষা হিসেবে নিয়ে পাশ করে থাকতে হবে। প্রার্থীদের মাধ্যমিক স্তরে ইংরিজি ও ম্যাথমেটিক্স একটি বিষয় হিসেবে পড়ে থাকা চাই। এছাড়া প্রার্থীদের রাজ্য/ সেন্ট্রাল আয়োজিত টিচার এলিজিবিলিটি টেস্ট (টেট) পাশ করে থাকতে হবে।

বয়স হতে হবে ১-১-২০২০ তারিখের হিসেবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। পশ্চিমবঙ্গের তফশিলিরা ৫, ওবিসিরা ৩ বছর এবং প্রাক্তন সমরকর্মীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। শারীরিক প্রতিবন্ধীরা ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন। মূল মাইনে লেভেল-৬ অনুযায়ী।

প্রার্থীবাছাই হতে পারে পার্সোনালিটি টেস্ট/ ইন্টারভিউয়ের মাধ্যমে। তবে বাছাই পদ্ধতি এবং সিলেবাস সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে বলা পরে জানিয়ে দেওয়া হবে।

আবেদন করবেন অনলাইনে www.mscwb.org ওয়েবসাইটের মাধ্যমে। প্রথমে ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে নাম রেজিস্ট্রেশন করবেন ১৫ এপ্রিলের মধ্যে। আবেদনের ফি বাবদ দিতে হবে ২২০ (তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৭০) টাকা। ফি জমা দেবেন ডাউনলোড করা চালানের মাধ্যমে। মনে রাখবেন, চালান জেনারেট করতে হবে ১৫ এপ্রিলের মধ্যেই। ১৬ এপ্রিলের মধ্যে চালানের মাধ্যমে ফি জমা দেবেন ইউনিটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনও শাখায় এই অ্যাকাউন্ট নম্বরে: ০০৮৮০১০৩৬৭৯৩৬। অতিরিক্ত চার্জ প্রার্থীকেই বহন করতে হবে। এবার যাবতীয় তথ্য সঠিকভাবে যাচাই করে ফাইনাল সাবমিশন করবেন ১৭ এপ্রিলের মধ্যে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 10 of 2020. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করুন:– https://www.mscwb.org/home/download/cEhUcDIwdmppSURPMFVOY2VnVlZaN2VyRzA3NlBkZ2s2M0xQRjdPcHRzb2ozaFYvUVhiODQzSGpwa2MwUk1PTmhCNHBqSmtXdEZQTStaV1AybzM0K2VsM2RTRG5HTC9JRU9kWUFKOVM3dVUwYU9RM1hXeTVwcExxa1VHTFhvVzM=

অনলাইন আবেদন করুন:– http://mscwbonline.applythrunet.co.in/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here