Home Central Government সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউটে ১১ সায়েন্টিস্ট গ্রেড-ফোর

সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউটে ১১ সায়েন্টিস্ট গ্রেড-ফোর

48
0
CSIR - CRRI
CSIR - CRRI

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সায়েন্টিস্ট গ্রেড-ফোর (২) পদে ১১ জনকে নিচ্ছে সিএসআইআর- সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউটে (সিআরআরআই)।অসংরক্ষিত শূন্যপদ ৬টি (এরমধ্যে ১টি শূন্যপদ আর্থিকভাবে দুর্বল প্রার্থীর), তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ২)।
ট্রাফিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ট্রান্সপোর্ট প্ল্যানিং (এরিয়া কোড এস-১১):- এর ক্ষেত্রে – অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিই বা বি টেক ডিগ্রিধারীরা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারং/ ট্রান্সপোর্ট প্ল্যানিং/ ট্র্যাফিক ইঞ্জিনিয়ারিং/ ট্রান্সপোর্টেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং/ ট্রান্সপোর্ট প্ল্যানিং অ্যান্ড লজিস্টিক্স/ হাইওয়ে সেফটি/ ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন অ্যান্ড ম্যানেজমেন্ট/ আরবান ইনফ্রাস্ট্রাকচার/ আরবান ট্রান্সপোর্ট/ ইনফ্রাস্ট্রাকচার সিস্টেমস/ ইঞ্জিনিয়ারিং অফ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডিজাস্টার মিটিগেশন -এর যে কোনও একটির এমই/ এম টেক/ এমএস বা সমতুল ডিগ্রিধারী হলে আবেদন করতে পারেন।অথবা অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিই বা বি টেক ডিগ্রিধারীরা ট্র্যাফিক ইঞ্জিনিয়ারিং/ ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারং/ রোড সেফটি/ ট্রান্সপোর্ট প্ল্যানিং -এর যে কোনও একটির ইঞ্জিনিয়ারিং পিএইচডি ডিগ্রিধারী হলেও আবেদনের যোগ্য।
ট্রান্সপোর্ট এনভায়রণমেন্ট (এরিয়া কোড এস-১২):- অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিই বা বি টেক ডিগ্রিধারীরা বিভিন্ন এনভায়রণমেন্টাল ইঞ্জিনিয়ারিং/ সায়েন্স/ ম্যানেজমেন্টের এমই বা এম টেক বা এমএস পাশ হতে হবে। অথবা অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিই বা বি টেক ডিগ্রিধারীরা এনভায়রণমেন্টাল ইঞ্জিনিয়ারিং এরিয়ার ইঞ্জিনিয়ারিং পিএইচডি ডিগ্রিধারী হতে হবে।
ব্রিজ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড স্ট্রাকচারস (এরিয়া কোড এস-১৩):- অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিই বা বি টেক ডিগ্রিধারীরা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বা ডায়নামিক্স/ আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিং/ উইন্ড ইঞ্জিনিয়ারিং -এর যে কোনও একটির এমই বা এম টেক বা এমএস পাশ হলে আবেদন করতে পারেন। অথবা অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিই বা বি টেক ডিগ্রিধারীরা ওপরে বলা বিষয়গুলির ইঞ্জিনিয়ারিং পিএইচডি ডিগ্রিধারী হলেও আবেদনের যোগ্য।
মাইনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো। সঙ্গে সিএসআইআরের নিয়ম অনুযায়ী বিভিন্ন ভাতা।
যোগ্য ভারতীয়রা আবেদন করতে পারবেন।
দরখাস্তের ফি বাবদ ১০০ টাকা অনলাইনে পেমেন্ট করবেন। ফি পেমেন্টের পর ই-রিসিপ্ট/ চালানের প্রিন্ট নেবেন। এটি দরখাস্তের প্রিন্টের সঙ্গে জুড়ে দিতে হবে। তফশিলি/ মহিলা/ সিএসআইআর কর্মচারীদের এই ফি দিতে হবে না।
দরখাস্ত করবেন অনলাইনে www.crridom.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ৬ এপ্রিলের মধ্যে। দরখাস্ত সাবমিট করার পর প্রিন্ট নেবেন। এটির নির্দিষ্ট জায়গায় ছবি সেঁটে, ছবির ওপর দিয়ে আড়াআড়িভাবে পুরো সই করে, সঙ্গে যাবতীয় প্রয়োজনীয় প্রমাণপত্রের স্ব-প্রত্যয়িত জেরক্স দিয়ে এমনভাবে ডাকে পাঠাতে হবে যেন তা পৌঁছয় ১৬ এপ্রিলের মধ্যে। এই ঠিকানায়: Controller of Administration, CSIR – Central Road Research Institute, Delhi – Mathura Road, (P.O.) CRRI, New Delhi- 110 025. খামের ওপর লিখতে হবে “APPLICATION FOR THE POST OF SCIENTIST WITH AREA CODE & NAME: …………….” Advertisement No. 02/PC/SCT-2020. উত্তর-পূর্ব ভারত, জম্মু-কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল, লাদাখ, আন্দামান ও নিকোবর প্রভৃতি দূরবর্তী স্থানের প্রার্থীদের ক্ষেত্রে দরখাস্তের প্রিন্ট পৌছানোর শেষ তারিখ ২৭ এপ্রিল, ২০২০। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং 02/PC/SCT-2020 তারিখ: 14.03.2020। আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করুন: – https://www.crridom.gov.in/sites/default/files/Advt.No_.02.PC_.SCT-2020-dated-14-mar-2020.pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here