ইন্ডিয়ান ব্যাঙ্কে ১,৫০০ অ্যাপ্রেন্টিস
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন ব্রাঞ্চে ১,৫০০ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্কে। ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী। যে কোনও ভারতীয় নিচের মতো যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন। প্রার্থীরা যে রাজ্যের জন্য আবেদন করবেন সেখানকার স্থানীয় ভাষায় লিখতে, পড়তে ও কথা বলতে জানতে হবে।
পশ্চিমবঙ্গে: আসন ১৫২টি। ত্রিপুরায়: আসন ১টি। অন্ধ্রপ্রদেশে: আসন ৮২টি। অরুণাচলপ্রদেশে: আসন ১টি। অসমে: আসন ২৯টি। বিহারে: আসন ৭৬টি। চন্ডীগড়ে: আসন ২টি। ছত্রিশগড়ে: আসন ১৭টি। গোয়ায়: আসন ২টি। গুজরাটে: আসন ৩৫টি। হরিয়ানায়: আসন ৩৭টি। হিমাচলপ্রদেশে: আসন ৬টি। জম্মু ও কাশ্মীরে: আসন ৩টি। ঝাড়খণ্ডে: আসন ৪২টি। কর্নাটকে: আসন ৪২টি। কেরালায়: আসন ৪৪টি। মধ্যপ্রদেশে: আসন ৫৯টি। মহারাষ্ট্রে: আসন ৬৮টি। মনিপুরে: আসন ২টি। মেঘালয়ে: আসন ১টি। নাগাল্যান্ডে: আসন ২টি। দিল্লিতে: আসন ৩৮টি। ওড়িশায়: আসন ৫০টি। পুদুচেরিতে: আসন ৯টি। পাঞ্জাবে: আসন ৫৪টি। রাজস্থানে: আসন ৩৭টি। তামিলনাড়ুতে: আসন ২৭৭টি। তেলেঙ্গানায়: আসন ৪২টি। উত্তরপ্রদেশে: আসন ২৭৭টি। উত্তরাখণ্ডে: আসন ১৩টি।
যে কোনও শাখার গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা ৩১-৩-২০২০ তারিখের পর পাশ করে থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১-৭-২০২৪ তারিখের হিসেবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে।
সবক্ষেত্রেই ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড মেট্রো/ আর্বান ব্রাঞ্চের ক্ষেত্রে মাসে ১৫,০০০ টাকা এবং রুরাল/ সেমি আর্বান ব্রাঞ্চের ক্ষেত্রে মাসে ১২,০০০ টাকা। সফল ট্রেনিং শেষে প্রার্থীদের অ্যাসেসমেন্ট টেস্ট দিতে হবে। যেখানে থাকবে প্র্যাক্টিক্যাল ও থিওরি টেস্ট।
প্রার্থীবাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে।
আবেদন করবেন অনলাইনে https://nats.education.gov.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ৩১ জুলাইয়ের মধ্যে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদনের ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। জমা দেবেন কেবলমাত্র অনলাইনে। এক্ষেত্রে অতিরিক্ত ফি প্রার্থীকেই বহন করতে হবে। তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। আরও বিস্তারিত জানতে পারবেন https://www.indianbank.in/ ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

