আবেদন করতে পারবেন ৩১ মে পর্যন্ত
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: স্টেট মিশন ম্যানেজার, প্রোগ্রাম ম্যানেজার, ডিস্ট্রিক্ট মিশন কো-অর্ডিনেটর, এমআইএস অফিসার, অ্যাকাউন্ট্যান্ট সহ বিভিন্ন পদে ১৫০ জনকে নিচ্ছে ত্রিপুরা সরকারের স্টেট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের অধীনস্থ ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনে। ১২ মাসের চুক্তি বা ডেপুটেশনের ভিত্তিতে নিয়োগ হবে দীনদয়াল অন্ত্যদ্বয় যোজনা- ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন (DAY-NRLM) এবং দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা (DDU-GKY)-এর অধীনে। শুরুতে প্রবেশন। আবেদন শুরু হয়েছে ১ মে থেকে এবং আবেদন করতে পারবেন ৩১ মে পর্যন্ত।
বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে: https://kaajcareer.in/150-assistant-manager-in-tripura-rural-livelihood-mission/