Home Government Jobs ত্রিপুরা সরকারে ১৫০ অ্যাসিস্ট্যান্ট, ম্যানেজার

ত্রিপুরা সরকারে ১৫০ অ্যাসিস্ট্যান্ট, ম্যানেজার

6
0
TRLM
TRLM

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: স্টেট মিশন ম্যানেজার, প্রোগ্রাম ম্যানেজার, ডিস্ট্রিক্ট মিশন কো-অর্ডিনেটর, এমআইএস অফিসার, অ্যাকাউন্ট্যান্ট সহ বিভিন্ন পদে ১৫০ জনকে নিচ্ছে ত্রিপুরা সরকারের স্টেট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের অধীনস্থ ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনে। ১২ মাসের চুক্তি বা ডেপুটেশনের ভিত্তিতে নিয়োগ হবে দীনদয়াল অন্ত্যদ্বয় যোজনা- ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন (DAY-NRLM) এবং দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা (DDU-GKY)-এর অধীনে। শুরুতে প্রবেশন।

(১) স্টেট মিশন ম্যানেজার (হিউম্যান রিসোর্স ম্যানেজার): শূন্যপদ ১টি (অসং)। সোশ্যাল ওয়ার্ক/ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট/ ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস ম্যানেজমেন্ট/ পার্সোনাল রিলেসন ম্যানেজমেন্টের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরে অথবা হিউম্যান রিসোর্স ম্যানেজার/ হিউম্যান রিসোর্স এক্সেকিউটিভ হিসেবে কাজের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। থোক পারিশ্রমিক মাসে ৪০,০০০ টাকা। প্রবেশনের পর থোক মাইনে ৫০,০০০ টাকা।

(২) স্টেট মিশন ম্যানেজার (ইনস্টিটিউট বিল্ডিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং): শূন্যপদ ১টি (অসং)। ম্যানেজমেন্ট/ কমিউনিটি ডেভেলপমেন্ট/ সোশ্যাল ওয়ার্ক/ রুরাল ম্যানেজমেন্টের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। থোক পারিশ্রমিক মাসে ৪০,০০০ টাকা। প্রবেশনের পর থোক মাইনে ৫০,০০০ টাকা।

(৩) স্টেট মিশন ম্যানেজার (লাইভলিহুড অ্যান্ড মার্কেটিং): শূন্যপদ ১টি (অসং)। ম্যানেজমেন্ট (অ্যাগ্রি মার্কেটিং/ অ্যাগ্রি বিজনেস/ অ্যাগ্রি ইকোনমিক্স)-এর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা অথবা অ্যাগ্রিকালচার/ হর্টিকালচার/ ফরেস্ট্রি/ ফিশারিজ/ ভেটেরিনারি সায়েন্স/ সেরিকালচারের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা অথবা অ্যাগ্রিকালচার/ হর্টিকালচারের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা সঙ্গে মার্কেটিং ম্যানেজমেন্ট/ অ্যাগ্রি বিজনেস ম্যানেজমেন্ট/ অ্যাগ্রি মার্কেটিং ম্যানেজমেন্টের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাধারী হলে অথবা সায়েন্স/ ইঞ্জিনিয়ারিং/ ম্যানেজমেন্ট/ রুরাল ডেভেলপমেন্ট/ ইকোনমিক্স/ সোশ্যাল ওয়ার্কের গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করে পারেন। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। থোক পারিশ্রমিক মাসে ৪০,০০০ টাকা। প্রবেশনের পর থোক মাইনে ৫০,০০০ টাকা।

(৪) স্টেট মিশন ম্যানেজার (ফিনান্স এন্ড প্রপোসাল): শূন্যপদ ১টি (অসং)। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) বা কমার্সের মাস্টার ডিগ্রি/ ফিনান্সের এমবিএ ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ (সিএ-র ক্ষেত্রে ৩) বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। থোক পারিশ্রমিক মাসে ৪০,০০০ টাকা। প্রবেশনের পর থোক মাইনে ৫০,০০০ টাকা।

(৫) প্রোগ্রাম ম্যানেজার (নলেজ ম্যানেজার এন্ড কমিউনিকেশন): শূন্যপদ ১টি (অসং)। ম্যাস কমিউনিকেশন/ নলেজ ম্যানেজমেন্ট/ পাবলিক রিলেশনের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা বা অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড পাবলিক রিলেশন্সের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমাধারীরা সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকা অথবা ইংরেজিতে দক্ষতা সহ যে কোনও শাখার পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। থোক পারিশ্রমিক মাসে ৩০,০০০ টাকা। প্রবেশনের পর থোক মাইনে ৩৮,০০০ টাকা।

(৬) প্রোগ্রাম ম্যানেজার (প্রোকিওরমেন্ট): শূন্যপদ ১টি (অসং)। সিএ/ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট/ আইসিডব্লিউএ/ কমার্সের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। থোক পারিশ্রমিক মাসে ৩০,০০০ টাকা। প্রবেশনের পর থোক মাইনে ৩৮,০০০ টাকা।

(৭) প্রোগ্রাম ম্যানেজার (কনভারজেন্স): শূন্যপদ ১টি (অসং)। মার্কেটিং/ ফিনান্স/ এন্টারপ্রেনিওরশিপ/ রুরাল ম্যানেজমেন্টের এমবিএ বা সমতুল অথবা রুরাল ডেভেলপমেন্ট/ সোশ্যাল ওয়ার্ক/ সোশিওলজি/ ইকোনমিক্সের মাস্টার ডিগ্রিধারীরা অথবা অ্যাগ্রিকালচার/ হর্টিকালচার/ ফিশারিজ/ ভেটেরিনারি সায়েন্স/ ফরেস্ট্রি/ অ্যাগ্রি বিজনেস/ অ্যাগ্রি ইকোনমিক্সের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। থোক পারিশ্রমিক মাসে ৩০,০০০ টাকা। প্রবেশনের পর থোক মাইনে ৩৮,০০০ টাকা।

(৮) ফিনান্সিয়াল ইনক্লুশন কো-অর্ডিনেটর: শূন্যপদ ২টি (অসং)। যে কোনও শাখার গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। থোক পারিশ্রমিক মাসে ৩০,০০০ টাকা। প্রবেশনের পর থোক মাইনে ৩৮,০০০ টাকা।

(৯) ডিস্ট্রিক্ট মিশন কো-অর্ডিনেটর: ২টি (অসং ১, তঃউঃজাঃ ১)। ম্যানেজমেন্ট/ রুরাল ডেভেলপমেন্ট/ সোশ্যাল ওয়ার্ক/ অ্যাগ্রিকালচার/ সোশিওলজি/ ইকোনমিক্স/ এন্টারপ্রেনিওরশিপ ডেভেলপমেন্ট/ হর্টিকালচার/ ভেটেরিনারি সায়েন্স/ সেরিকালচার/ ফরেস্ট্রি/ ফিসারিজ/ অ্যাগ্রি মার্কেটিং/ অ্যাগ্রি ইকোনমিক্স/ অ্যাগ্রি বিজনেস/ ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট/ সায়েন্স/ কমার্সের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। থোক পারিশ্রমিক মাসে ২৬,০০০ টাকা। প্রবেশনের পর থোক মাইনে ৩৪,০০০ টাকা।

(১০) অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার: শূন্যপদ ১টি (তঃজাঃ)। সোশ্যাল ওয়ার্ক/ অ্যাগ্রিকালচার/ ডেয়ারি সায়েন্স/ অ্যাগ্রো ইকোনমিক্স/ ফিশারিজ/ কমার্স/ মার্কেটিং/ হিউম্যান রিসোর্স/ রুরাল ম্যানেজমেন্ট/ কমিউনিটি ডেভেলপমেন্ট/ ভেটেরিনারি সায়েন্সের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সংশ্লিষ্ট ফিল্ডে কাজের অভিজ্ঞতা থাকলে ভাল। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। থোক পারিশ্রমিক মাসে ১৮,০০০ টাকা। প্রবেশনের পর থোক মাইনে ২৭,৫০০ টাকা।

(১১) ব্লক মিশন কো-অর্ডিনেটর: শূন্যপদ ১১টি (অসং ১, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ৭ এবং এদের মধ্যে থেকে দৃষ্টি প্রতিবন্ধী ১)। সোশ্যাল ওয়ার্ক/ রুরাল ডেভেলপমেন্ট/ ম্যানেজমেন্ট/ ম্যাস কমিউনিকেশনের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। তবে ডেপুটেশন নিয়োগের ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। থোক পারিশ্রমিক মাসে ২০,০০০ টাকা। প্রবেশনের পর থোক মাইনে ২৬,০০০ টাকা।

(১২) লাইভলিহুড কো-অর্ডিনেটর (ফার্ম): শূন্যপদ ১১টি (অসং ১, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৮ এবং এদের মধ্যে থেকে দৃষ্টি প্রতিবন্ধী ১)। অ্যাগ্রিকালচার/ হর্টিকালচার/ ভেটেরিনারি সায়েন্স/ সেরিকালচার/ ফরেস্ট্রি/ ফিশারিজ/ অ্যাগ্রি মার্কেটিং/ অ্যাগ্রি ইকোনমিক্স/ অ্যাগ্রি বিজনেসের গ্র্যাজুয়েট ডিগ্রিধারী আবেদন করতে পারেন। অথবা সায়েন্স/ ইঞ্জিনিয়ারিং/ ম্যানেজমেন্ট/ রুরাল ডেভেলপমেন্ট/ সোশ্যাল ওয়ার্কের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলেও আবেদনের যোগ্য। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। থোক পারিশ্রমিক মাসে ১৮,৫০০ টাকা। প্রবেশনের পর থোক মাইনে ২৫,৫০০ টাকা।

(১৩) লাইভলিহুড কো-অর্ডিনেটর (নন ফার্ম): শূন্যপদ ১৬টি (অসং ৪, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৮ এবং এদের মধ্যে থেকে শারীরিক প্রতিবন্ধী ১)। অ্যাগ্রিকালচার/ হর্টিকালচার/ ভেটেরিনারি সায়েন্স/ সেরিকালচার/ ফরেস্ট্রি/ ফিশারিজ/ অ্যাগ্রি মার্কেটিং/ অ্যাগ্রি ইকোনমিক্স/ অ্যাগ্রি বিজনেসের গ্র্যাজুয়েট ডিগ্রিধারী আবেদন করতে পারেন। অথবা সায়েন্স/ ইঞ্জিনিয়ারিং/ ম্যানেজমেন্ট/ রুরাল ডেভেলপমেন্ট/ সোশ্যাল ওয়ার্কের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলেও আবেদনের যোগ্য। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। থোক পারিশ্রমিক মাসে ১৮,৫০০ টাকা। প্রবেশনের পর থোক মাইনে ২৫,৫০০ টাকা।

(১৪) লাইভলিহুড কো-অর্ডিনেটর (লাইভস্টক): শূন্যপদ ২০টি (অসং ৮, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৮ এবং এদের মধ্যে থেকে শ্রবণ প্রতিবন্ধী ১)। ভেটেরিনারি সায়েন্সের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। থোক পারিশ্রমিক মাসে ১৮,৫০০ টাকা। প্রবেশনের পর থোক মাইনে ২৫,৫০০ টাকা।

(১৫) ক্লাস্টার কো-অর্ডিনেটর: শূন্যপদ ৩০টি (অসং ৬, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ১৫ এবং এদের মধ্যে থেকে দৃষ্টি প্রতিবন্ধী ১, শ্রবণ প্রতিবন্ধী ২, অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী ২, প্রাক্তন সমরকর্মী ২)। সোশ্যাল ওয়ার্ক/ রুরাল ডেভেলপমেন্ট/ ম্যানেজমেন্ট/ ম্যাস কমিউনিকেশনের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। ডেপুটেশনের ক্ষেত্রে সঙ্গে ৫ বছরের অভিজ্ঞতা থাকা চাই। থোক পারিশ্রমিক মাসে ১৫,০০০ টাকা। প্রবেশনের পর থোক মাইনে ২১,৫০০ টাকা।

ওপরে বলা পদগুলির বিজ্ঞপ্তি নং: ০১/২০২০।

(১) এমআইএস অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ১০টি (অসং ৪, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২ এবং এদের মধ্যে থেকে দৃষ্টি প্রতিবন্ধী ১)। কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশনের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা অথবা যে কোনও শাখার গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা কম্পিউটার অ্যাপ্লিকেশনের ‘ও’ লেভেল কোর্স পাশ করে থাকলে আবেদন করতে পারেন। সঙ্গে ডেপুটেশনে নিয়োগের ক্ষেত্রে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। থোক পারিশ্রমিক মাসে ১৫,০০০ টাকা। প্রবেশনের পর থোক মাইনে ২১,৫০০ টাকা।

(২) অ্যাকাউন্ট্যান্ট: শূন্যপদ ১৪টি (অসং ৮, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ৩ এবং এদের মধ্যে থেকে দৃষ্টি প্রতিবন্ধী ১, শ্রবণ প্রতিবন্ধী ১)। কমার্সের অনার্স গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। অথবা কমার্সের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা সঙ্গে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলেও আবেদনের যোগ্য। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। থোক পারিশ্রমিক মাসে ১৫,০০০ টাকা। প্রবেশনের পর থোক মাইনে ২১,৫০০ টাকা।

(৩) অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট: শূন্যপদ ২৭টি (অসং১৪, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ৮ এবং এদের মধ্যে থেকে শারীরিক প্রতিবন্ধী ১)। কমার্সের গ্র্যাজুয়েট ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। থোক পারিশ্রমিক মাসে ১৩,০০০ টাকা। এই পদের ক্ষেত্রে কোনও প্রবেশন নেই।

ওপরে বলা পদগুলির বিজ্ঞপ্তি নং: ০২/২০২০।

সবক্ষেত্রেই বয়সের হিসেবে করতে হবে ১-৫-২০২০ তারিখের হিসেবে। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন।

প্রার্থীবাছাই হবে ফিনান্সিয়াল ইনক্লুশন কো-অর্ডিনেটর (সিরিয়াল নং-৮) ছাড়া বাকি সব পদের ক্ষেত্রে কমন অ্যাপ্টিটিউট টেস্ট, গ্রুপ ডিসকাশন, পার্সোনাল ইন্টারভিউ এবং রুরাল অ্যাটাচমেন্ট টেস্টের মাধ্যমে এবং ফিনান্সিয়াল ইনক্লুশন কো-অর্ডিনেটর পদের ক্ষেত্রে থেমেটিক্স প্রেজেন্টেশন এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে। গ্রুপ ডিসকাশনের সময় বয়স, যাবতীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কাস্ট, প্রতিবন্ধকতার সার্টিফিকেট দাখিল করতে হবে।

আবেদন করবেন অনলাইনে www.rural.tripura.gov.in বা www.trlm.tripura.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ১ মে থেকে ৩১ মে-র মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকা চাই। প্রথমে ওপরে বলা ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। তখন পাবেন ইউজার আইডি ও পাসওয়ার্ড। এগুলি যত্ন করে লিখে রাখবেন। অনলাইন আবেদন করতে বসার আগে নিজের পাসপোর্ট মাপের ছবি (৫০ কেবি সাইজের মধ্যে), সই (২০ কেবি সাইজের মধ্যে) এবং শারীরিক প্রতিবন্ধী/ প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণপত্র (২ এমবি সাইজের মধ্যে) স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করে সময় আপলোড করতে হবে। এবার যাবতীয় তথ্য সঠিকভাবে যাচাই করে আবেদনপত্র সাবমিট করবেন। তখন পাবেন টোকেন নম্বর। এটি যত্ন করে লিখে রাখবেন। এবার অনলাইন আবেদনপত্রের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

বিজ্ঞপ্তি নং: ০১/২০২০ ডাউনলোড করুন:– https://trlm.tripura.gov.in/sites/default/files/TRLM-01_2020.pdf

বিজ্ঞপ্তি নং: ০২/২০২০ ডাউনলোড করুন:– https://trlm.tripura.gov.in/sites/default/files/TRLM-02_2020.pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here