কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: গ্র্যাজুয়েট ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস হিসেবে বিভিন্ন ট্রেড ৩০৩ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে ওয়েস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে। অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট, ১৯৬১ অনুযায়ী ট্রেনিং হবে মাইনিং ডিসিপ্লিনে। ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। তবে যাঁরা ৩০-৬-২০১৭ তারিখের আগে নিচে বলা শিক্ষাগত যোগ্যতার পরীক্ষায় পাশ করেছেন তাঁরা আবেদন করবেন না।
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: মোট আসন সংখ্যা ১০১টি। মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের পুরো সময়ের বি ই/ বি টেক বা অ্যাসোসিয়েট মেম্বার অফ দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স (এএমআইই) ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন।
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস: মোট আসন সংখ্যা ২০২টি। মাইনিং/ মাইনিং অ্যান্ড মাইন সার্ভেয়িংয়ের পুরো সময়ের ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন।
সবক্ষেত্রেই ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে মাসে ৯,০০০ টাকা এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে মাসে ৮,০০০ টাকা।
তবে যাঁরা পূর্বে এই ধরনের ট্রেনিং নিয়েছেন (স্যান্ডুইচ স্টুডেন ছাড়া) বা বর্তমানে এই ধরনের ট্রেনিং নিচ্ছেন বা যাঁরা কোথাও কাজ করছেন বা যাঁরা কোনও শিক্ষা প্রতিষ্ঠানে রেগুলার কোর্স করছেন বা যাঁরা শিক্ষাগত যোগ্যতা পাশের পর ১ বছরে প্রাক্টিক্যাল ট্রেনিং নিয়েছেন, তাঁরা আবেদন করবেন না। সবক্ষেত্রেই প্রার্থীদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কিমের অধীনে (www.mhrdnats.gov.in ওয়েবসাইটে) নাম নথিভুক্ত থাকা চাই। তবে যাঁদের নাম নথিভুক্ত নেই তাঁদের যাবতীয় তথ্য দিয়ে নাম নথিভুক্ত করতে হবে।
প্রার্থীবাছাই হবে নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা মাধ্যমে। তবে প্রয়োজনে লিখিত পরীক্ষাও হতে পারে।
আবেদন করবেন http://westerncoal.in ওয়েবসাইটের অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে, ৫ মে থেকে ১৯ মে-র মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকা চাই। যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্র সাবমিট করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নং: WCL/HRD/GrTech Appr/2019-20/04. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
বিস্তারিত জানুন:–http://www.westerncoal.in/?q=node/1170