কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: গ্র্যাজুয়েট অপারেশনাল ট্রেনি, মাইনিং মেট, বয়লার-কাম-কম্প্রেসর অ্যাটেন্ড্যান্ট সহ বিভিন্ন পদে ১৩৬ জনকে নিচ্ছে ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এটি ভারত সরকারের অধীনস্থ একটি উদ্যোগ। নিয়োগ হবে ঝাড়খণ্ডে।
(১) গ্র্যাজুয়েট অপারেশনাল ট্রেনি (কেমিক্যাল): মোট শূন্যপদ ৪টি (অসং ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)। অন্তত ৬০ (তফশিলিদের ক্ষেত্রে ৫৫) শতাংশ নম্বর সহ ফিজিক্স/ কেমিস্ট্রির ৩ বছরের বিএসসি ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। কম্পিউটারের জ্ঞান থাকলে অগ্রাধিকার পাবেন। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। এই পদের ক্ষেত্রে শুরুতে ২ বছরের ট্রেনিং। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড প্রথম বছর মাসে ৩৩,৯৯৪ টাকা এবং দ্বিতীয় বছর মাসে ৩০,৮৯০ টাকা। সফল ট্রেনিং শেষে নিয়োগ হবে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট-এ/ এএফ (কেমিক্যাল) পদে। তখন মূল মাইনে ২৯,৯৯০ – ৪৬,৭২০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।
(২) মাইনিং মেট-সি: মোট শূন্যপদ ৫২টি (অসং ২৬, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ১৪, ওবিসি ৬)। উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা ডিরেক্টর জেনারেল অফ মাইনস সেফটি স্বীকৃত মাইনিং মেট কম্পিটেন্সি সার্টিফিকেটধারী হলে এবং আন্ডারগ্রাউন্ড মেকানাইজড মেটাল মাইনসে মাইনিং মেট হিসেবে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। প্রার্থীকে হিন্দি/ স্থানীয় ভাষায় লিখতে, পড়তে ও কথা বলতে জানতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। মূল মাইনে ২৯,১৯০ – ৪৫,৪৮০ টাকা।
(৩) বয়লার-কাম-কম্প্রেসর অ্যাটেন্ড্যান্ট: মোট শূন্যপদ ৩টি (অসং ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১)। মাধ্যমিক পাশ প্রার্থীরা প্রথম শ্রেণির বয়লার অ্যাটেন্ড্যান্ট সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। সঙ্গে প্রথম শ্রেণির বয়লার অ্যাটেন্ড্যান্ট সার্টিফিকেট সহ ইনচার্জ হিসেবে সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকা চাই। অয়েলড ফায়ারড বয়লার অপেরেশনের পরিচিতি থাকা চাই। বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। মূল মাইনে ২৮,৩৯০ – ৪৪,২৩০ টাকা।
(৪) উইন্ডিং ইঞ্জিন ড্রাইভার-বি: মোট শূন্যপদ ১৪টি (অসং ৭, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৩, ওবিসি ২)। মাধ্যমিক পাশ প্রার্থীরা ডিরেক্টর জেনারেল অফ মাইনস সেফটি স্বীকৃত প্রথম শ্রেণির উইন্ডিং ইঞ্জিন ড্রাইভার সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। সঙ্গে উইন্ডিং ইঞ্জিন ড্রাইভার হিসেবে কোনও মেটাল/ কোল মাইনসে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। যারমধ্যে অন্তত ১ বছর ১০০ বা তার বেশি এইচপি উইন্ডারের কাজে অভিজ্ঞতা অর্জন করে থাকতে হবে। বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। মূল মাইনে ২৮,৭৯০ – ৪৪,৮৫০ টাকা।
(৫) ব্লাস্টার-বি: মোট শূন্যপদ ৪টি (অসং ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)। মাধ্যমিক পাশ প্রার্থীরা ডিরেক্টর জেনারেল অফ মাইনস সেফটি স্বীকৃত ব্লাস্টার কম্পিটেন্সি সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। সঙ্গে আন্ডারগ্রাউন্ড মেটাল মাইনসে ব্লাস্টার হিসেবে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। এক্সপ্লোসিভ ইলেক্ট্রিক্যাল ব্লাস্টিংয়ের কাজের পরিচিতি থাকা আবশ্যিক। বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। মূল মাইনে ২৮,৭৯০ – ৪৪,৮৫০ টাকা।
(৬) অ্যাপ্রেন্টিস (মাইনিং মেট): মোট শূন্যপদ ৫৩টি (অসং ২৬, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ১৫, ওবিসি ৬)। অন্তত ৬০ (তফশিলিদের ক্ষেত্রে ৫৫) শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। এই পদের ক্ষেত্রে শুরুর ৩ বছরের ট্রেনিং। ট্রেনিং চলাকালীন নির্ধারিত হারে স্টাইপেন্ড।
(৭) অ্যাপ্রেন্টিস (ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট): মোট শূন্যপদ ৬টি (অসং ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১)। অন্তত ৬০ (তফশিলিদের ক্ষেত্রে ৫৫) শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে। এই পদের ক্ষেত্রে শুরুর ৩ বছরের ট্রেনিং। ট্রেনিং চলাকালীন নির্ধারিত হারে স্টাইপেন্ড।
সবক্ষেত্রেই বয়সের হিসেবে করতে হবে ৩০-৪-২০২০ তারিখের হিসেবে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩, শারীরিক প্রতিবন্ধীরা ১০ (তফশিলি হলে ১৫, ওবিসি হলে ১৩) বছর এবং প্রাক্তন সমরকর্মীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
প্রার্থীবাছাই হলে কম্পিউটার বেসড অনলাইন পরীক্ষা, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। কম্পিউটার বেসড পরীক্ষা থাকবে জেনারেল নলেজ/ অ্যাওয়ারনেস (১০ নম্বর), রিজনিং (১০ নম্বর), নিউমেরিক্যাল এবিলিটি (১০ নম্বর), জেনারেল ইংলিশ (১০ নম্বর) এবং প্রফেশনাল নলেজ (ডিসিপ্লিন সংক্রান্ত) বিষয়ের ১২০টি মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন। উত্তরের জন্য সময় পাবেন ২ ঘন্টা। নেগেটিভ মার্কিং নেই। প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে। পরীক্ষা হবে দেশের ১৬টি কেন্দ্রে। প্রার্থীদের অগ্রাধিকারের ভিত্তিতে ৩টি পরীক্ষাকেন্দ্র বেছে নিতে হবে। নথিপত্র যাচাইয়ের সময় যাবতীয় প্রমাণপত্রের মূলগুলি সঙ্গে নিয়ে যাবেন।
আবেদন করবেন অনলাইন www.uraniumcorp.in ওয়েবসাইটের মাধ্যমে, ২২ জুনের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে নিজের পাসপোর্ট মাপের ছবি, সই, ইত্যাদি ওয়েবসাইটে দেওয়া নির্দেশ অনুযায়ী স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করার সময় আপলোড করতে হবে। আবেদনের ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। অনলাইনে ফি জমা দেবেন ডেবিট/ ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যেম। অনলাইনে ফি জমা হয়ে গেলে ই-রিসিপ্টের প্রিন্ট নিয়ে নেবেন। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলাদের এই ফি দিতে হবে না। এবার যাবতীয় তথ্য সঠিকভাবে যাচাই করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 02/2020। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
অনলাইন আবেদনের জন্য:– ক্লিক করুন
পিডিএফ ডাউনলোড করতে:– ক্লিক করুন