কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ভারতীয় প্রতিনিধি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষবর্ধন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) এক্সিকিউটিভ বোর্ডের পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত হলেন। ২২ মে তিনি এই নতুন দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ৩৪ সদস্যের এক্সিকিউটিভ বোর্ডে ভারত প্রতিনিধিত্ব করবে, তা গত বছরেই চূড়ান্ত করেছিল দক্ষিণ-এশিয়া গোষ্ঠী। জানা গিয়েছে, মে থেকে ৩ বছরের জন্য ওই দায়িত্ব পালন করবে ভারত। প্রথম এক বছরের জন্য বোর্ডের চেয়ারম্যান থাকবেন নয়াদিল্লির প্রতিনিধি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষবর্ধন। সূত্রের আরও খবর, এটি কোনও পূর্ণাঙ্গ দায়িত্ব নয়। মূলত বোর্ডের বৈঠকে পৌরোহিত্য করাই হবে ডাঃ হর্ষবর্ধনের প্রধান কাজ। পাশাপাশি হু-এর ডিরেক্টরের সঙ্গে তিনিই এক্সিকিউটিভ বোর্ডের পক্ষ থেকে সমন্বয় সাধন করবেন। তিনি জাপানের প্রতিনিধি ডাঃ হিরোকি নাকাতিনির স্থলাভিষিক্ত হচ্ছেন বলে জানা যায়।