কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন ডিসিপ্লিনে ১২২ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়ার নর্থ-ইস্ট রিজিয়নে। ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসসেস অ্যাক্ট ১৯৬১ (সংশোধনী ১৯৭৩) অনুযায়ী ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স/ ইনফর্মেশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন ডিসিপ্লিনে আগরতলা, গুয়াহাটি, ডিব্রুগড়, জোরহাট, লীলাবাড়ি, তেজপুর, ইম্ফল, ডিমাপুর, শিলচর, লেংপুই, বারাপানি, তেজু ইত্যাদি স্থানে। ডিগ্রি, ডিপ্লোমা ও আইটিআই পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। প্রার্থীকে উত্তর-পূর্বাঞ্চলের বাসিন্দা হতে হবে। যাঁরা ২০১৭ বা তার পরে ডিগ্রি/ ডিপ্লোমা কোর্স পাশ করেছেন, কেবলমাত্র তাঁরাই আবেদন করতে পারেন।
ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: মোট আসন সংখ্যা ২৬টি (ডিগ্রি অ্যাপ্রেন্টিস ২২টি, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ৪টি)। সিভিল ইঞ্জিনিয়ারিং: মোট আসন সংখ্যা ৩০টি (ডিগ্রি অ্যাপ্রেন্টিস ১৬টি, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ১৪টি)। ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং: মোট আসন সংখ্যা ১৮টি (ডিগ্রি অ্যাপ্রেন্টিস ৪টি, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ১৪টি)। কম্পিউটার সায়েন্স/ ইনফর্মেশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিং: মোট আসন সংখ্যা ১০টি (ডিগ্রি অ্যাপ্রেন্টিস ৫টি, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ৫টি)। ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং: মোট আসন সংখ্যা ১১টি (ডিগ্রি অ্যাপ্রেন্টিস ৫টি, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ৬টি)। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: মোট আসন সংখ্যা ২৬টি (ডিগ্রি অ্যাপ্রেন্টিস ২২টি, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ৪টি)। ফিটার (আইটিআই): মোট আসন সংখ্যা ৩টি (আইটিআই)। মেকানিক (মোটর ভেহিকল) আইটিআই: মোট আসন সংখ্যা ৯টি (আইটিআই)। ড্রাফটসম্যান (সিভিল): মোট আসন সংখ্যা ৪টি (আইটিআই)। ইলেক্ট্রিশিয়ান: মোট আসন সংখ্যা ১টি (আইটিআই)।
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে: সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ৪ বছরের ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে: সংশ্লিষ্ট ডিসিপ্লিনের ৩ বছরের ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। আইটিআই অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে: সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই সার্টিফিকেটধারীরা আবেদন করতে পারেন।
বয়স হতে হবে ১-১-২০২০ তারিখের হিসেবে ২৬ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩ বছর বয়সের ছাড় পাবেন। সবক্ষেত্রেই ট্রেনিংয়ের মেয়াদ ১ বছরে। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে মাসে ১৫,০০০ টাকা, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে মাসে ১২,০০০ টাকা এবং আইটিআই অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে মাসে ৯,০০০ টাকা। যাঁরা পূর্বে এই ধরনের ট্রেনিং নিয়েছেন বা যাঁদের সংশ্লিষ্ট কাজে ১ বছর বা তার বেশি কাজের অভিজ্ঞতা আছে তাঁরা আবেদন করবেন না।
প্রার্থীবাছাই হবে ইন্টারভিউ/ নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। প্রার্থীদের ট্রেনিং হবে অনলাইনে আবেদনের সময় দেওয়া নির্দিষ্ট লোকেশনে।
আবেদনের জন্য ডিগ্রি/ ডিপ্লোমাধারীদের প্রথমে বোট ওয়েব পোর্টালে (www.mhrdnats.gov.in ওয়েবসাইটে) গিয়ে নাম রেজিস্টেশন করতে হবে। ওপরে বলা ওয়েবসাইটে গিয়ে “Airport Authority of India- RHQ NER, Guwahati, User ID -EASKMC000039” লিখে সার্চ করবে এবং পরের পেজে গিয়ে অ্যাপ্লাই করবেন। অন্যদিকে, আইটিআই পাশদের ক্ষেত্রে আরডিএটি (www.apprenticeship.gov.in ওয়েবসাইটে) গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। উভয় ক্ষেত্রেই রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর পাবেন রেজিস্ট্রেশন নম্বর।
আবার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার https://www.aai.aero/en/careers/recruitment ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য নির্ধারিত দরখাস্তের বয়ান ডাউনলোড করে নিতে হবে। সেটি পূরণ করবেন সঠিকভাবে। এবার পূরণ করা দরখাস্ত স্ক্যান করে সেটি পাঠাবেন ৪ মার্চের মধ্যে। এই ইমেল আইডিতে: apprentice_ner@aai.aero. আরও বিস্তারিত জানতে পারবেন এয়ারপোর্ট অথরিটির ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করুন:– https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/apprenticeship.pdf