Bank/Rail 

রেকর্ড পরিমাণ আয় দাখিল করল পূর্ব রেল! শীঘ্রই হতে চলেছে বিপুল চাকরির সুযোগ

চলতি আর্থিক বছরে পূর্ব রেল রেকর্ড গড়েছে যাত্রী রেভেনিউ ও যাত্রী সংখ্যার ক্ষেত্রে। প্রায় ৩৬০০ কোটি টাকা আয় করেছে পূর্ব রেল ২০২৩-২৪ অর্থবছরে যা পূর্বের সকল রেকর্ড ভেঙে দিয়েছে। গত বছরের তুলনায় যাত্রী রেভেনিউ বৃদ্ধি পেয়েছে ৯%।

এই আয়ের মূল চালিকাশক্তি হল শহরতলির যাত্রীরা। পূর্ব রেলের সাবার্বান পরিষেবা থেকেই রেল আয় করেছে ৬৩৬ কোটি টাকা। শহর ও শহরতলির মানুষের উপর পূর্ব রেলের অগাধ বিশ্বাসই এর প্রমাণ।

যাত্রী সংখ্যাও বৃদ্ধি পেয়েছে:

মোট ১১৫১ মিলিয়ন যাত্রী ২০২৩-২৪ অর্থবছরে পূর্ব রেল ব্যবহার করেছেন।
এর মধ্যে ৯৬৫ মিলিয়ন যাত্রী নিয়মিত শহরতলি থেকে কলকাতায় যাতায়াত করেছেন।
নন-সাবার্বান যাত্রী সংখ্যাও বৃদ্ধি পেয়েছে ৯%। গত বছরের তুলনায়।
২০২৩-২৪ অর্থবছরে ১৮৬ মিলিয়ন নন-সাবার্বান যাত্রী পূর্ব রেল ব্যবহার করেছেন।

কিছু উল্লেখযোগ্য তথ্য:
*প্রবল দাবদাহের সময়ও, এপ্রিল মাসে পূর্ব রেল রেকর্ড আয় করেছে ১০৭৩ কোটি টাকা।
যাত্রীদের সুবিধার্থে টিকিট ভেন্ডিং মেশিন ও ইউটিএস ব্যবহার বৃদ্ধি পেয়েছে।
বিনা টিকিটে যাতায়াতকারীর সংখ্যা অনেক কমে গেছে।
রেলের আয় বৃদ্ধি ও অপারেটিং রেশিও নিয়ন্ত্রণে রয়েছে।

পূর্ব রেলের এই অসাধারণ সাফল্য যাত্রীদের প্রতি রেলের অঙ্গীকার ও দায়িত্ববোধের প্রমাণ।

Related posts

Leave a Comment