বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্নাতক -স্নাতকোত্তর স্তরের পরীক্ষা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক:চলতি শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে সমস্ত পরীক্ষা অনলাইনে নেওয়া হবে বলে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, ইউজিসির নির্দেশিকা অনুযায়ীই বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরের সব ধরণের পরীক্ষা অনলাইনে নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর । বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষার দিনক্ষণ ও সময় সূচী জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে আরও জানা যায়,গত বছরের নিয়ম মেনেই থিওরি প্র্যাকটিক্যাল ও ইন্টার্নাল অ্যাসেসমেন্ট-সহ সব পরীক্ষা অনলাইনে নেওয়া হবে।
উল্লেখ করা যায়,করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের পঠন-পাঠন আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশেই বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ রাখা হয় । তবে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় থিওরি পরীক্ষাগুলি অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত পূর্বেই নেওয়া হয়। প্র্যাকটিক্যাল ও ইন্টারনেট অ্যাসেসমেন্ট অফলাইনে নেওয়া হবে বলে জানানো হয়েছিল।
সাম্প্রতিক আবহে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা অনলাইনে করা হবে বলে জানিয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উল্লেখ্য, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে ৬২টি কলেজ রয়েছে। স্নাতকোত্তর স্তরে মোট ৩৫টি বিভাগ রয়েছে। পরীক্ষা নিয়ে উদ্বেগ ছিলপড়ুয়াদের । মূলত করোনা সংক্রমণ পরিস্থিতিতে অনলাইনে পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।

