কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ‘এল ডোরাডো’ আবহাওয়া নজরদারি সংক্রান্ত ওয়েবসাইট। সম্প্রতি গত ২৪ ঘন্টার তাপমাত্রার হিসেবে কষে বিশ্বের উষ্ণতম ১৫টি শহরের তালিকা প্রকাশ করল তারা। তাতে ১০টিই ভারতের। আর বাকি ৫টি পাকিস্তানের বিভিন্ন শহরে। ওই রিপোর্টে জানানো হয়েছে, বিশ্বের উষ্ণতম অঞ্চল পাকিস্তানের জেকোবাবাদের সঙ্গে পাল্লা দিয়ে তালিকার শীর্ষে রয়েছে রাজস্থানের ‘চুরু’। ‘থর মরুভূমির প্রবেশদ্বার’ নামে চিহ্নিত এই শহরে গত মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫০ ডিগ্রি সেলসিয়াস।
এল ডোরাডোর তালিকায় চুরু ছাড়াও রয়েছে রাজস্থানের বিকানির, গঙ্গানগর ও পিলানি। পাশাপাশি উত্তরপ্রদেশ, হরিয়ানা ও মহারাষ্ট্রে তাপমাত্রা গত কয়েকদিনে অতিমাত্রায় বেড়েছে। উত্তরপ্রদেশের বান্দা ও হরিয়ানার হিসার-এ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৮ ডিগ্রি সেলসিয়াস। আবার মহারাষ্ট্র অকোলার পারদ ৪৭ ডিগ্রি স্পর্শ করেছে। রাজধানী দিল্লিও এই তালিকায় রয়েছে। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৬ ডিগ্রি সেলসিয়াস। যা গত ১৮ বছরের মধ্যে রেকর্ড।