ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে ১,০১০ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনি
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: এক্স-আইটিআই ও ফ্রেশারদের থেকে ১,০১০ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে। কার্পেন্টার, ফিটার, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিস্ট সহ বিভিন্ন ডিসিপ্লিনে ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী।
কার্পেন্টার: আসন ৯০টি (ফ্রেশার ৪০, এক্স-আইটিআই ৫০), ইলেক্ট্রিশিয়ান: আসন ২০০টি (ফ্রেশার ৪০, এক্স-আইটিআই ১৬০), ফিটার: আসন ২৬০টি (ফ্রেশার ৮০, এক্স-আইটিআই ১৮০), মেশিনিস্ট: আসন ৯০টি (ফ্রেশার ৪০, এক্স-আইটিআই ৫০), পেইন্টার: আসন ৯০টি (ফ্রেশার ৪০, এক্স-আইটিআই ৫০), ওয়েল্ডার: আসন ২৬০টি (ফ্রেশার ৮০, এক্স-আইটিআই ২৬০), এমএলটি -রেডিওলোজি: আসন ৫টি (ফ্রেশার), এমএলটি-প্যাথলজি: আসন ৫টি (ফ্রেশার), পাসা: আসন ১০টি (এক্স-আইটিআই)।
এক্স-আইটিআই প্রার্থীদের: ফিটার/ ইলেক্ট্রিশিয়ান/ মেশিনিস্ট ট্রেডের ক্ষেত্রে- অন্তত ৫০ শতাংশ নম্বর সহ সায়েন্স ও ম্যাথমেটিক্স নিয়ে দশম শ্রেণি পাশ ও সঙ্গে অন্তত ১ বছরের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেটধারী। কার্পেন্টার/ পেইন্টার/ ওয়েল্ডার ট্রেডের ক্ষেত্রে- অন্তত ৫০ শতাংশ নম্বর সহ দশম শ্রেণি পাশ ও অন্তত ১ বছরের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেটধারী। পাসা ট্রেডের ক্ষেত্রে- অন্তত ৫০ শতাংশ নম্বর সহ দশম শ্রেণি পাশ ও কোপা ট্রেডের অন্তত ১ বছরের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেটধারী। ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর।
ফ্রেশার প্রার্থীদের: ফিটার/ ইলেক্ট্রিশিয়ান/ মেশিনিস্ট ট্রেডের ক্ষেত্রে-অন্তত ৫০ শতাংশ নম্বর সহ সায়েন্স ও ম্যাথমেটিক্স নিয়ে দশম শ্রেণি পাশ। ট্রেনিংয়ের মেয়াদ ২ বছর। কার্পেন্টার/ পেইন্টার ট্রেডের ক্ষেত্রে- অন্তত ৫০ শতাংশ নম্বর সহ দশম শ্রেণি পাশ। ট্রেনিংয়ের মেয়াদ ২ বছর। ওয়েল্ডার ট্রেডের ক্ষেত্রে- অন্তত ৫০ শতাংশ নম্বর সহ দশম শ্রেণি পাশ। ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর ৩ মাস। এমএলটি (রেডিওলোজি/প্যাথলজি) ট্রেডের ক্ষেত্রে- ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথমেটিক্স বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। ট্রেনিংয়ের মেয়াদ ১ বছর ৩ মাস।
স্টাইপেন্ড ফ্রেশার (মাধ্যমিক পাশ) প্রার্থীদের ক্ষেত্রে মাসে ৬,০০০ টাকা, ফ্রেশার (উচ্চমাধ্যমি পাশ) প্রার্থীদের ক্ষেত্রে মাসে ৭,০০০ টাকা এবং এক্স-আইটিআই প্রার্থীদের ক্ষেত্রে মাসে ৭,০০০ টাকা।
বয়স হতে হবে ২১-৬-২০২৪ তারিখের হিসেবে আইটিআই পাশ প্রার্থীদের ক্ষেত্রে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে এবং নন-আইটিআই পাশদের ক্ষেত্রে ১৫ থেকে ২২ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়মে বয়সের ছাড় পাবেন।
প্রার্থীবাছাই হবে শিক্ষাগত যোগ্যতা ও আইটিআই পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে। এরপর নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষা। আবেদন করবেন অনলাইনে https://pb.icf.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ২১ জুনের মধ্যে। ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। ফি জমা দেবেন অনলাইনে। তফশিলি, মহিলা ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। এই ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি নং: APP/01/2024-2025. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

