কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ইনফোসিস প্রতিষ্ঠাতা এন আর নারায়ণমূর্তি শিল্পপতিদের এক অনলাইন আলোচনা সভায় জানিয়েছেন, করোনা সংক্রমণ আটকাতে লকডাউন চালিয়ে যাওয়া হলে করোনায় যত না মানুষ মরবে, তার চেয়ে বেশি মানুষ মরবে না খেতে পেয়ে। বয়স্ক এবং শিশুদের ঘরবন্দি রেখে সক্ষম যুবক-যুবতীদের কাজে ফিরিয়ে আনার পক্ষপাতী তিনি।
এই সংক্রান্ত বিষয়ে ইনফোসিস প্রতিষ্ঠাতা আরও জানিয়েছেন, আমাদের দেশের ১৯ কোটি ব্যক্তি অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন অথবা স্বনিযুক্তিতে। এই জনসংখ্যার বেশিরভাগই লকডাউন পরিস্থিতিতে রুটিরুজি হারিয়েছেন। এরপর লকডাউনের মেয়াদ আর বাড়ানো হলে, আরও বেশি সংখ্যক মানুষ তাঁদের রুজি হারাবেন।
এবিষয়ে তাঁর আরও মন্তব্য, ভারতের এই পরিসংখ্যান উন্নত দেশগুলির তুলনায় অনেক কম। তাছাড়া আমাদের দেশে বিভিন্ন কারণে প্রতিবছর ৯০ লক্ষ মানুষ মারা যান। যারমধ্যে ২৫ শতাংশই পরিবেশ দূষণজনিত কারণে। এন আর নারায়ণমূর্তি আরও জানিয়েছেন, ভারতে যত ব্যক্তির করোনা সংক্রমণ ধরা পড়েছে, তারমধ্যে ০.২৫% থেকে ০.৫০% ওই রোগে মারা গিয়েছেন। বেশিরভাগ ব্যবসায়িক প্রতিষ্ঠানই ১৫-২০ শতাংশ আয় হারিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।