কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ১৩৪ স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার নিচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। নিয়োগ হবে আয়ুষ, কালচার, প্রতিরক্ষা-সহ বিভিন্ন মন্ত্রকে। নীচের মতো যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারেন।
আয়ুষ মন্ত্রকে: মেডিক্যাল অফিসার/ রিসার্চ অফিসারের মোট শূন্যআয়ুপদ ৩৭টি। এরমধ্যে ১টি শূন্যপদ শরীরিক প্রতিবন্ধীর জন্য সংরক্ষিত। আয়ুর্বেদের ডিগ্রিধারী হতে হবে। মাইনে লেভেল-১০ অনুযায়ী।বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। ভ্যাকান্সি নং 20010201125. আয়ুষ মন্ত্রকে: মেডিক্যাল অফিসার/ রিসার্চ অফিসারের মোট শূন্যপদ ৭টি। পদগুলি শারীরিক প্রতিবন্ধীদের উপযুক্ত। ইউনানি মেডিসিনের ডিগ্রিধারী হতে হবে। মাইনে লেভেল-১০ অনুযায়ী।বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। ভ্যাকান্সি নং 20010202125. কালচার মন্ত্রকে: অ্যাথ্রোপোলজিস্টের শূন্যপদ ১টি। অ্যানথ্রোপোলজির মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। মাইনে লেভেল-১০ অনুযায়ী।বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। ভ্যাকান্সি নং 20010203425. কালচার মন্ত্রকে: অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি অ্যান্ড ইনফর্মেশন অফিসার (তামিল)-এর শূন্যপদ ১টি। পদটি শারীরিক প্রতিবন্ধীদের উপযুক্ত। তামিল ভাষার ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। মাইনে লেভেল-৭ অনুযায়ী।বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। ভ্যাকান্সি নং 20010204425. প্রতিরক্ষা মন্ত্রকে: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাশিওরেন্স) আর্মামেন্ট (অ্যামুিনশন)-এর শূন্যপদ ১১টি। পদগুলি শারীরিক প্রতিবন্ধীদের জন্য উপযুক্ত। ফিজিক্স, কেমিস্ট্রি-সহ বিজ্ঞানের মাস্টার ডিগ্রিধারী হতে হবে। মাইনে লেভেল-৭ অনুযায়ী।বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। ভ্যাকান্সি নং 20010205525. প্রতিরক্ষা মন্ত্রকে: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাশিওরেন্স) (ইলেক্ট্রনিক্স)-এর শূন্যপদ ৩৯টি। এরমধ্যে ২টি শূন্যপদ শারীরিক প্রতিবন্ধীদের জন্য। ফিজিক্স, ইলেক্ট্রনিক্স, ফিজিক্স (ইলেক্ট্রনিক্স-সহ) কেমিস্ট্রি-সহ বিজ্ঞান শাখার মাস্টার ডিগ্রিধারী হতে হবে। মাইনে লেভেল-৭ অনুযায়ী।বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। ভ্যাকান্সি নং 20010206525. প্রতিরক্ষা মন্ত্রকে: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাশিওরেন্স) আর্মামেন্ট (অস্ত্র)-এর শূন্যপদ ১৪টি। এরমধ্যে ১টি শূন্যপদ শারীরিক প্রতিবন্ধীদের জন্য। ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। মাইনে লেভেল-৭ অনুযায়ী।বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। ভ্যাকান্সি নং 20010207525. ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন (ডিওএনইআর) মন্ত্রকে: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) -এর শূন্যপদ ২টি। পদদুটি স্থায়ী। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। মাইনে লেভেল-৭ অনুযায়ী।বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। ভ্যাকান্সি নং 20010208625. গৃহ মন্ত্রকে: সায়েন্টিস্ট বি -এর শূন্যপদ ৬টি। এরমধ্যে ১টি শূন্যপদ শারীরিক প্রতিবন্ধীর জন্য। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। মাইনে লেভেল-৭ অনুযায়ী।বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। ভ্যাকান্সি নং 20010209225. জল শক্তি মন্ত্রকে: সায়েন্টিস্ট বি (কেমিস্ট্রি)-এর শূন্যপদ ২টি। পদগুলি শারীরিক প্রতিবন্ধীর উপযুক্ত।কেমিস্ট্রির মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। মাইনে লেভেল-১০ অনুযায়ী।বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। ভ্যাকান্সি নং 20010210225. রেল মন্ত্রকে: ডিভিশনাল মেডিক্যাল অফিসার (নিউরো সার্জারি) -র শূন্যপদ ৪টি। পদগুলি শারীরিক প্রতিবন্ধীর উপযুক্ত।স্বীকৃত মেডিক্যাল শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। মাইনে লেভেল-১২ অনুযায়ী।বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। ভ্যাকান্সি নং 20010211125. রেল মন্ত্রকে: সিনিয়র ডিভিশনাল মেডিক্যাল অফিসার (প্লাস্টিক সার্জারি) -র শূন্যপদ ২টি। পদগুলি শারীরিক প্রতিবন্ধীর উপযুক্ত।স্বীকৃত মেডিক্যাল শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। মাইনে লেভেল-১২ অনুযায়ী।বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। ভ্যাকান্সি নং 20010212125. রেল মন্ত্রকে: সিনিয়র ডিভিশনাল মেডিক্যাল অফিসার (প্লাস্টিক সার্জারি) -র শূন্যপদ ২টি। পদগুলি শারীরিক প্রতিবন্ধীর উপযুক্ত।স্বীকৃত মেডিক্যাল শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। মাইনে লেভেল-১২ অনুযায়ী।বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। ভ্যাকান্সি নং 20010212125. রেল মন্ত্রকে: সিনিয়র ডিভিশনাল মেডিক্যাল অফিসার (ইউরোলজি) -র শূন্যপদ ৪টি। পদগুলি শারীরিক প্রতিবন্ধীর উপযুক্ত।স্বীকৃত মেডিক্যাল শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। মাইনে লেভেল-১২ অনুযায়ী।বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। ভ্যাকান্সি নং 20010213125. ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে: স্পেশ্যালিস্ট গ্রেড-থ্রি (গ্যাসট্রোএন্টেরোলজি) -র শূন্যপদ ১টি। পদটি শারীরিক প্রতিবন্ধীর উপযুক্ত।এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। মাইনে ১৫,৬০০ – ৩৯,১০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৬,৬০০ টাকা। বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। ভ্যাকান্সি নং 20010214125. ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে: স্পেশ্যালিস্ট গ্রেড-থ্রি (প্লাস্টিক সার্জারি অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি) -র শূন্যপদ ৩টি। পদগুলি শারীরিক প্রতিবন্ধীর উপযুক্ত।স্বীকৃত এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। মাইনে ১৫,৬০০ – ৩৯,১০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৬,৬০০ টাকা। বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। ভ্যাকান্সি নং 20010215125.
বয়স ইত্যাদির হিসাব করতে হবে ১৩-২-২০২০-র হিসেবে। দরখাস্তের ভিত্তিতে প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের থেকে চূড়ান্ত বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউয়ের সময় সঙ্গে নিতে হবে প্রিন্টআউট নেওয়া দরখাস্ত এবং যাবতীয় প্রমাণপত্রের মূলগুলি।
দরখাস্ত করতে হবে অনলাইনে http://www.upsconline.nic.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৩ ফেব্রুয়ারির মধ্যে। অনলাইন দরখাস্তের প্রিন্ট নিতে পারবেন ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং 02/2020। আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরে বলা ওয়েবসাইটে।