কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মেডিক্যাল অফিসার (স্পেশ্যালিস্ট) এবং জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদে ২,৫৪৫ জনকে নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসের অধীনে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে। মেডিক্যাল অফিসার নিয়োগ হবে জেনারেল মেডিসিন, জেনারেল সার্জারি, অ্যানেস্থেসিয়া, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি সহ বিভিন্ন বিষয়ে। প্রাথমিকভাবে নিয়োগ হবে অস্থায়ীভাবে। তবে তা স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে।
মেডিক্যাল অফিসার (স্পেশ্যালিস্ট): মোট শূন্যপদ ১,৩৭১টি। এরমধ্যে থেকে জেনারেল মেডিসিন: শূন্যপদ ১৬২টি (অসং ৮৫, তঃজাঃ ৩৫, তঃউঃজাঃ ১১, বিসি-এ ১৬, বিসি-বি ১১, শারীরিক প্রতিবন্ধী ৪)। জেনারেল সার্জারি: শূন্যপদ ১৬৮টি (অসং ৮৭, তঃজাঃ ৩৬, তঃউঃজাঃ ১১, বিসি-এ ১৮, বিসি-বি ১২, শারীরিক প্রতিবন্ধী ৪)। গায়নো এন্ড অবস্টেট্রিক্স: শূন্যপদ ১২১টি (অসং ৫০, তঃজাঃ ২৯, তঃউঃজাঃ ৯, বিসি-এ ১৯, বিসি-বি ১২, শারীরিক প্রতিবন্ধী ২)। অ্যানেস্থেসিয়া: শূন্যপদ ২২৬টি (অসং ১১৪, তঃজাঃ ৫৩, তঃউঃজাঃ ১৪, বিসি-এ ২৩, বিসি-বি ১৬, শারীরিক প্রতিবন্ধী ৬)।
অপথ্যালমোলোজি: শূন্যপদ ৯৩টি (অসং ৪২, তঃজাঃ ২১, তঃউঃজাঃ ৭, বিসি-এ ১২, বিসি-বি ৮, শারীরিক প্রতিবন্ধী ৩)। ওটাল্যারিঙ্গওলজি: শূন্যপদ ৯২টি (অসং ৩৯, তঃজাঃ ২৩, তঃউঃজাঃ ৭, বিসি-এ ১২, বিসি-বি ৮, শারীরিক প্রতিবন্ধী ৩)। ডার্মাটোলজি: শূন্যপদ ৭টি (অসং ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, বিসি-এ ১)। প্যাথোলজি: শূন্যপদ ৪৯টি (অসং ২০, তঃজাঃ ১৩, তঃউঃজাঃ ৪, বিসি-এ ৬, বিসি-বি ৫, শারীরিক প্রতিবন্ধী ১)। বায়োকেমিস্ট্রি: শূন্যপদ ৬১টি (অসং ২৮, তঃজাঃ ১৫, তঃউঃজাঃ ৪, বিসি-এ ৭, বিসি-বি ৫, শারীরিক প্রতিবন্ধী ২)।
মাইক্রোবায়োলজি: শূন্যপদ ৫টি (অসং ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, বিসি-এ ১)। পেডিয়াট্রিক মেডিসিন: শূন্যপদ ১৪১টি (অসং ৭১, তঃজাঃ ৩০, তঃউঃজাঃ ৯, বিসি-এ ১৬, বিসি-বি ১০, শারীরিক প্রতিবন্ধী ৫)। অর্থোপেডিক সার্জারি: শূন্যপদ ১০৩টি (অসং ২৭৫, তঃজাঃ ১৯৫, তঃউঃজাঃ ২৩৫, বিসি-এ ১৬০, বিসি-বি ২০৩, শারীরিক প্রতিবন্ধী ১০৬)। অঙ্কোলজি: শূন্যপদ ৭টি (অসং ১, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, বিসি-বি ১, শারীরিক প্রতিবন্ধী ১)।
রেডিওডায়গনসিস: শূন্যপদ ১০২টি (অসং ৫৫, তঃজাঃ ২১, তঃউঃজাঃ ৬, বিসি-এ ১০, বিসি-বি ৭, শারীরিক প্রতিবন্ধী ৩)। সাইকিয়াট্রি: শূন্যপদ ৩টি (অসং ১, তঃজাঃ ১, বিসি-বি ১)। মেডিকোলিগ্যাল: শূন্যপদ ৩১টি (অসং ১৫, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ২, বিসি-এ ৩, বিসি-বি ৩, শারীরিক প্রতিবন্ধী ১)।
জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার: মোট শূন্যপদ ১,১৭৪টি (অসং ২৭৫, তঃজাঃ ১৯৫, তঃউঃজাঃ ২৩৫, বিসি-এ ১৬০, বিসি-বি ২০৩, শারীরিক প্রতিবন্ধী ১০৬)।
শিক্ষাগত যোগ্যতা: ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অ্যাক্ট, ১৯৫৬ (১০২ অফ ১৯৫৬) অনুযায়ী প্রথম অথবা দ্বিতীয় সিডিউল অথবা তৃতীয় সিডিউলের পার্ট-২’তে উল্লিখিত মেডিক্যাল শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারেন। তবে মেডিক্যাল অফিসার (স্পেশালিস্ট) পদের ক্ষেত্রে সঙ্গে সংশ্লিষ্ট স্পেশ্যালিটিতে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রিধারী হতে হবে। সঙ্গে উভয় পদের ক্ষেত্রে মেডিক্যাল প্র্যাক্টিশনার হিসেবে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া অথবা যে কোনও রাজ্য মেডিক্যাল কাউন্সিলে প্রার্থীদের নাম নথিভুক্ত থাকা চাই। তবে যাঁদের নাম পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলে নথিভুক্ত নেই তাঁদের নির্বাচিত হওয়ার ৬ মাসের মধ্যে নাম নথিভুক্ত করে নিতে হবে।
বয়স ও মাইনে: বয়স হতে হবে ১-১-২০২০ তারিখের হিসেবে জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদের অর্ডিনারি গ্র্যাজুয়েট ডিগ্রিধারীর ক্ষেত্রে ৩৬ বছরের মধ্যে এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছরে মধ্যে। অন্যদিকে মেডিক্যাল অফিস (স্পেশালিস্ট) পদের ক্ষেত্রে ওই তারিখের হিসেবে বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। মূল মাইনে ১৫,৬০০ – ৪২,০০০ টাকা। সঙ্গে গ্রেড পে ৫,৪০০ টাকা।
বাছাই পদ্ধতি: প্রার্থীবাছাই হবে বাছাই পরীক্ষার মাধ্যমে। তবে প্রার্থী সংখ্যা বেশি হলে প্রয়োজনে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হতে পারে। বাছাই পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন নিচে বলা ওয়েবসাইটে।
আবেদনের পদ্ধতি: আবেদন করবেন অনলাইন www.wbhrb.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৯ জুনের মধ্যে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদনের ফি বাবদ দিতে হবে ২১০ টাকা। ফি জমা দেবেন গভর্নমেন্ট রিসিপ্ট পোর্টাল সিস্টেমের মাধ্যমে এই অ্যাকাউন্ট হেডে: Government Receipt Head of Account: ‘0051-00-104-002-16’. পশ্চিমবঙ্গের তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না। এবার সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। মেডিক্যাল অফিসার (স্পেশ্যালিস্ট) পদের বিজ্ঞপ্তি নং: R/MO(Sp.)/ 02 (1)/1/2020 এবং জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদের বিজ্ঞপ্তি নং: R/GDMO/03(1)/1/ /2020. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদের বিজ্ঞপ্তির জন্য ক্লিক করুন: এখানে
মেডিক্যাল অফিসার (স্পেশ্যালিস্ট) পদের বিজ্ঞপ্তির জন্য ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন — ।। মেডিক্যাল অফিসার ।। জিএমও ।।