কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক:করোনা নিয়ে জেরবার মানুষ। গোটা বিশ্বে এর প্রভাব। এই ভাইরাস মোকাবিলায় এখনও প্রতিষেধক বার করা যায়নি। সূর্য গ্রহণের সঙ্গে এই ভাইরাসের সরাসরি সম্পর্ক রয়েছে বলে এমন দাবি ওঠার পর দেশের বিজ্ঞানী মহলে জোর জল্পনা শুরু হয়েছে । চেন্নাইয়ের পরমাণু বিজ্ঞানী ডঃ কে সুন্দর কৃষ্ণা এই ভাইরাসের ভবিষ্যত সম্পর্কে জানিয়েছেন। তিনি কবে নাগাদ এই ভাইরাস পৃথিবী থেকে বিদায় নেবে তাও জানিয়েছেন। ওই পরমাণু বিজ্ঞানী জানিয়েছেন, ২১ জুন সূর্য গ্রহণের পর এই পৃথিবী থেকে কমতে শুরু করবে করোনার প্রকোপ।
তাঁর আরও বক্তব্য , করোনা কোনওভাবেই রাসায়নিক ল্যাবরেটরি থেকে উৎপন্ন করা হয়নি। এটি একটি মহাজাগতিক ঘটনা। মহাকাশ থেকেই এই ভাইরাসের উৎপত্তি। তা সম্পূর্ণ প্রাকৃতিক ভাবেই। চেন্নাইয়ের ওই বিজ্ঞানী আরও জানিয়েছেন , গত বছর ২৬ ডিসেম্বর ছিল সূর্যগ্রহণ। তারপর থেকেই চিনে এই ভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করে। সূর্যগ্রহণের পরই এই ভাইরাসের উৎপত্তি হয়েছে। তাই পরবর্তী সূর্যগ্রহণ ২১ জুন এলে এই ভাইরাসের বিনাশ হবে।