burdwan univercity and courseMiscellaneous Trending News 

বর্ধমান বিশ্ববিদ্যালয় : স্নাতকোত্তরে ৭টি নতুন কোর্স

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: স্নাতকোত্তরে ৭টি নতুন কোর্স চালু হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। এবার এই বিষয়গুলিতে ছাত্র-ছাত্রী ভর্তি ও পঠন পাঠন শুরু হয়ে যাবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
সূত্রের খবর,এক্ষেত্রে প্রয়োজনীয় শিক্ষক ও শিক্ষাকর্মী উচ্চশিক্ষা দফতর থেকে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে এ ব্যাপারে বিশদে আলোচনা হয়েছে। বৈঠকের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, এই বিষয়গুলি চালু করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও উচ্চশিক্ষা মন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই চাহিদাকে গুরুত্ব দিয়ে রাজ্য সরকার ৭টি বিষয় পড়ানোর বিষয়ে অনুমোদন দিয়েছে। এক্ষেত্রে প্রয়োজনীয় শিক্ষক ও শিক্ষাকর্মীরও বন্দোবস্ত করা হয়েছে। এটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কাছে বড় প্রাপ্তি।

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর,ওমেন স্টাডি, নিউট্রিশন এন্ড পাবলিক হেলথ,ফিজিওলজি, জিও স্পেশাল সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, সাইকোলজি এবং মলিকুলার বায়োলজি এন্ড হিউম্যান জেনেটিক্স – এই ৭টি কোর্স চালু করা হবে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সূত্রের আরও খবর, এই বিষয়গুলিতে পঠন-পাঠন শুরু হয়ে যাবে। তার আগে ভর্তি প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে। প্রতিটি বিষয়ের জন্য ১জন করে প্রফেসর, ২ জন করে অ্যাসোসিয়েট প্রফেসর ও ৪ জন করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকবেন । এই ৭টি বিষয়ের জন্য ৫৬ জন শিক্ষক ও ১২ জন শিক্ষাকর্মী পাচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। প্রতিটি বিষয়ের জন্য প্রাথমিকভাবে ২০-২৫ জন করে পড়ুয়া ভর্তি হওয়ার সুযোগ পাবে। পরবর্তীতে আসন সংখ্যা বাড়ানোর ব্যাপারে ভাবনা- চিন্তা করা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, ২০১৭ সালে এ বিষয়ে রাজ্য সরকারের অনুমোদন চাওয়া হয়। এরপর সব দিক বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই বিষয়গুলি চালু করার ব্যাপারে ছাড়পত্র দেয় উচ্চ শিক্ষা দপ্তর।

Related posts

Leave a Comment