service and examCentral Government Education Alerts Exam Preparation Knowledge Update Miscellaneous Teaching 

চাকরির পরীক্ষায় স্বপ্ন পূরণে টিপস

একাধিক সরকারি চাকরির পরীক্ষায় বসতে চান,তাহলে ভালো মতো প্রস্তুতি নিতে হবে। এই মুহূর্তে বেশ কিছু সরকারি চাকরির পরীক্ষার খবর রয়েছে।কেন্দ্রীয় সরকারের ইউপিএসসি,স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা ছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষা রয়েছে। যেমন-পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ (Clerkship)এবং(WBCS)পরীক্ষার সম্ভাব্য সূচি প্রকাশ পেয়েছে। পাশাপাশি ওয়েস্টবেঙ্গল পুলিশ ও কলকাতা পুলিশের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে। তাই জোরকদমে প্রস্তুতি শুরু করুন।

এই সব সরকারি পরীক্ষায় যাঁরা বসছেন তাঁদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছেন বিশেষজ্ঞরা। (১) ভালো বই সংগ্রহ করে পড়াশুনা শুরু করুন। তা অবশ্যই সিলেবাস বুঝে। (২)বিগত কয়েকটি বছরের যে সব প্রশ্ন এসেছে সেই ধাঁচটা ফলো করে এগিয়ে চলুন। (৩)সময় একদম নষ্ট করবেন না। (৪)পরীক্ষার জন্য পরীক্ষার্থীরা কোনও দ্বিধা রাখবেন না। (৫)শুধু পড়া নয়,লেখার অভ্যাস তৈরি করতে হবে। তাহলে সহজেই মনে রাখতে পারবেন। (৬)কোনও কোচিং ইউনিটে পড়লে সেক্ষেত্রে ভালো করে প্রস্তুতি নেবেন। (৭)দুর্বল বিষয়গুলিতে চর্চা বেশি করে করবেন। আপনার দুর্বলতা দক্ষতায় পৌঁছে দিতে হবে। (৮)মডেল প্রশ্নোত্তর দেখে পড়াশুনা শুরু করুন। (৯)মাধ্যমিক স্তরের অঙ্ক,জেনারেল নলেজ সহ কয়েকটি বিষয়ের ওপর ভিত্তি করেই মূলত পরীক্ষাগুলি হয়ে থাকে। সাফল্য পেতে আগাম প্রস্তুতি শুরু করুন।

Related posts

Leave a Comment