lockdown and 15 augustMiscellaneous Trending News 

রাজ্যে ১৫ আগস্ট পর্যন্ত বিধি-নিষেধ বলবৎ থাকছে

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আজ নয়া নির্দেশিকা জারি করেছে নবান্ন। ১৫ আগস্ট পর্যন্ত কড়া বিধি-নিষেধ জারি থাকছে রাজ্যে। নবান্ন সূত্রে জানানো হয়েছে,করোনা রোধে বিধি-নিষেধের সময়সীমা বাড়ানো হয়েছে। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত নাইট কার্ফু বলবৎ থাকবে। শুধুমাত্র জরুরি পরিষেবায় ছাড় থাকছে। লোকাল ট্রেন পরিষেবা আপাতত বন্ধই থাকছে।রাজ্যের মুখ্যসচিবের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় জানানো হয়, ৩১ জুলাই থেকেই নতুন নিয়ম জারি হবে।

উল্লেখ করা যায়,৩১ জুলাই পর্যন্ত বিধি-নিষেধ জারি ছিল। এবার মেয়াদ বাড়িয়ে ১৫ আগস্ট পর্যন্ত করা হয়েছে। তবে বিধি-নিষেধের নতুন পর্যায়ে বিশেষ কোনও পরিবর্তন হচ্ছে না। সরকারি অনুষ্ঠানের ক্ষেত্রে নতুন করে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী জানা গিয়েছে, অনুষ্ঠানে ৫০ শতাংশ দর্শক উপস্থিত থাকতে পারবেন। নয়া নির্দেশিকায় আরও জানানো হয়েছে,প্রত্যেক সেক্টরের ক্ষেত্রেই ‘ওয়ার্ক ফ্রম হোম’ করানোর কথা বলা হয়েছে। রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নাইট কার্ফুর ক্ষেত্রে আরও কড়া ব্যবস্থা নিতে বলা হয় । জেলার পুলিশ সুপার ও জেলা শাসকদের এমনই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যায়।

Related posts

Leave a Comment