কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : এবার থেকে জুলাই মাসের মিড ডে মিলের সামগ্রীর সঙ্গে সয়াবিন, সাবান ও মাস্ক দেওয়া হবে বলে জানানো হয়েছে। করোনা পরিস্থিতিতে স্কুল-পড়ুয়াদের জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, শিশুদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই সব সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আবার বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাইস্কুলের প্রাথমিক বিভাগে ইংরেজি বইয়ে বর্ণবিদ্বেষমূলক কথা উল্লেখ করা নিয়ে বিতর্ক তৈরি হয়। সূত্রের আরও খবর, এমন বই পড়ানোর অভিযোগে স্কুলের প্রধান শিক্ষিকা ও এক শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। বইটি সরকারের দেওয়া নয়। পাঠ্যক্রমে কেন এমন বই অন্তর্ভুক্ত করা হল, তা নিয়েও উঠছে প্রশ্ন। এই বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন শিক্ষামন্ত্রী। বইটি যাতে কোথাও পড়ানো না হয়, তার জন্য সব পক্ষকে সতর্কও করা হয়েছে।