many booksMiscellaneous 

দূরশিক্ষার পঠন-পাঠনে এবার স্বস্তি

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: দূরশিক্ষায় ( ওডিএল ) পঠনপাঠনে এবার স্বস্তি। সূত্রের খবর, ওই সব বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি কোর্সের পাশাপাশি দূরশিক্ষায় পড়াশোনার বিশেষ সুয়োগ থাকছে। করোনার আবহে পড়ুয়া ভর্তির ক্ষেত্রে যোগ্যতামান অনেকটা শিথিল করেছে ইউজিসি । সূত্রের আরও খবর,এ রাজ্যের ৪টি বিশ্ববিদ্যালয় চলতি শিক্ষাবর্ষে নিজেদের দূরশিক্ষা কোর্সে পড়ুয়া ভর্তি করতে পারবে। ওই বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে রয়েছে- রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয় , বর্ধমান বিশ্ববিদ্যালয় ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় । এবার অনেকটাই উদ্বেগ কমেছে রাজ্যের হাজার হাজার পড়ুয়াদের।
ইউজিসি-র সচিব রজনীশ জৈন এক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন,কোনও ডুয়াল বিশ্ববিদ্যালয়ের (ডিগ্রি ও দূরশিক্ষায় ) ন্যাক মূল্যায়নে ৩.০১ পয়েন্ট (এ গ্রেড ) থাকলে তাঁরা শর্তসাপেক্ষে ২০২০-২১ শিক্ষাবর্ষের পড়ুয়ারা ভর্তির আবেদন করতে পারবে । এক্ষেত্রে আরও বলা হয়েছে, এই বিশ্ববিদ্যালয়গুলিতে অনলাইন ছাত্র-ছাত্রী ভর্তিতে ইউজিসি-র কাছে অনুমোদন এর আর্জি জানাতে হবে। তবে এই সুযোগ পাওয়া যাবে ২০২০-২১ সালের জুলাই ও জানুয়ারি মাসে শুরু হওয়া শিক্ষাবর্ষের জন্য । পশ্চিমবঙ্গে বছরে দু ‘বার কোনও দূরশিক্ষা কোর্স চালু হয় না ।
করোনার কারণে এককালীন এই ছাড় বলে বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয়। এক্ষেত্রে ১০টি শর্ত মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। দূরশিক্ষার নিয়মাবলি এখন অনেক জটিল করে তুলেছে ইউজিসি, এমনই অভিমত।

বিশ্ববিদ্যালয়ের ‘ন্যাক’ স্কোর নূন্যতম ৩.২৬ না হলে অথবা প্রথম ১০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে না থাকলে দূরশিক্ষা কোর্স রাখা যাবে না বলে জানানো হয়। তবে মুক্তবিশ্ববিদ্যালয়গুলি এর বাইরে থাকছে।উল্লেখ্য, গত শিক্ষাবর্ষেই ইউজিসি সাধারণ ডিগ্রি কোর্সের বিশ্বাবিদ্যালয়গুলিকে দূরশিক্ষার ক্ষেত্রে এই সব শর্ত আরোপ করেছিল । তবে এই যোগ্যতামান দেশের অনেক বিশ্ব বিদ্যালয়ের নেই বলেও জানানো হয়েছে। প্রসঙ্গত, রাজ্যের মধ্যে একমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এ-প্লাস গ্রেড রয়েছে । ২০২১ সালের জুলাই থেকে সমগ্র ব্যবস্থা নতুন করে খতিয়ে দেখা হবে । রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ইউজিসি-র গেজেট নোটিফিকেশন ওয়েবসাইট-এ দেখেছি । এটি খুবই স্বস্তির খবর । অন্যদিকে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বক্তব্য, চলতি শিক্ষাবর্ষে দূরশিক্ষার মাধ্যমে পঠনপাঠনে অনুমোদনের জন্য তারা ইউজিসি-র শর্ত মেনে আবেদন জানাবেন।

Related posts

Leave a Comment