কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : রাজ্য সরকার সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা ছড়ানোর চেষ্টা রুখতে তৎপর। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, হুগলি জেলায় এই ধরনের অপচেষ্টার উপরে নজর রাখার দায়িত্ব দেওয়া হয়েছে। আবার অন্যত্রও নজরদারির পরিকল্পনা চলছে। এক্ষেত্রে প্রশাসনিকভাবে জানানো হয়েছে, বিভিন্ন বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া মোবাইল-বার্তা মানুষকে বিভ্রান্ত করছে। তা নিয়ে আইনশৃঙ্খলার সমস্যাও তৈরি হচ্ছে। লকডাউন পর্বে এই প্রবণতা নিয়ন্ত্রণ করতে বিশেষ নোডাল অফিসারকে নজরদারির দায়িত্ব দেওয়ার কথাও জানানো হয়েছে। আবার নবান্ন সূত্রে বার্তা দেওয়া হয়েছে, আইনশৃঙ্খলার এমন সমস্যা যাতে কোনওভাবেই মেনে নেওয়া না হয়। পুলিশ-প্রশাসনকে তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে। প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।