রাজ্যের ছোট-মাঝারি শিল্পকে প্যাকেজের ভাবনা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবারও বৈঠক। ২৭ এপ্রিল ওই বৈঠকের পরেই লকডাউনের ধাক্কা সামলানোর আর্থিক দাওয়াই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। ওই বৈঠকে লকডাউনের মেয়াদ বাড়ানো হবে নাকি ৩ মে-র পর থেকে ধাপে ধাপে লকডাউন তোলা হবে, তা নিয়েও আলোচনা চলবে বলে বিশেষজ্ঞমহল মনে করছে। প্রধানমন্ত্রীর দপ্তর ছোট-মাঝারি শিল্প থেকে রুটি-রুজি হারানো শ্রমিকদের সুরাহা দিতে আর্থিক প্যাকেজ চূড়ান্ত করতে চাইছে বলে একাংশ মনে করছেন।
অন্যদিকে, ছোট ও মাঝারি শিল্পমন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, ছোট ও মাঝারি শিল্পের জন্য ১ লক্ষ কোটি টাকার একটি তহবিল তৈরির প্রস্তাব অর্থমন্ত্রকের কাছে পাঠানো হয়েছে। আবার বণিকসভা অ্যাসোচ্যামের কর্তাব্যক্তিরা কেন্দ্রীয় শিল্পমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছোট-মাঝারি শিল্পের নগদ টাকার সমস্যার কথা জানিয়েছেন।