কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কৃষিকার্যে যুক্ত পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ বীমা চালুর দাবি জানাল বণিকসভা। বণিকসভা ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স কেন্দ্রীয় কৃষিমন্ত্রকের সঙ্গে এই ভিডিও কনফারেন্স পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের কৃষিকাজের সঙ্গে যুক্ত পরিযায়ী শ্রমিকদের যাতে হেনস্থার শিকার হতে না হয়, তা নিশ্চিত করার দাবিও করা হয়েছে।
আবার লকডাউনের মধ্যে ছাড় থাকলেও রাস্তায় ট্রাক আটকে দেওয়ায় বাংলার সবজি দিল্লি বা তার আশেপাশের রাজ্যে পৌঁছচ্ছে না বলেও অভিযোগ জানানো হয়েছে। এ ব্যাপারে কেন্দ্রকে বিশেষ উদ্যোগ নেওয়ার আবেদনও জানিয়েছে বণিকসভা। উল্লেখ্য, মে মাসের গোড়ার দিকে পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে ধান কাটার কাজ শুরু হবে। লকডাউনের জেরে পরিযায়ী শ্রমিক পাওয়াটাই সমস্যা হয়ে দাঁড়াবে।
ইতিমধ্যেই হেনস্থা হওয়ার আশঙ্কা ছড়িয়েছে। পরিযায়ী শ্রমিকদের থেকে করোনা ভাইরাস ছড়াতে পারে বলে সমাজের একাংশের মধ্যে তৈরি হয়েছে আতঙ্কও। সচেতনতামূলক প্রচার চললেও বাস্তবে তা ঠিকমতো কাজ করছে না, এমনও অভিযোগ।