read and successEducation Alerts Miscellaneous 

সাফল্যের শীর্ষে পৌঁছনোর দরজা

শিক্ষা ও কর্মজীবন ভিন্ন এক ধারায় বয়ে চলে। আপনাকে শিক্ষা গ্রহণ করতে হয় নিজের জন্যেই। জীবন সুন্দর করে গড়ে তুলতে গেলে শিক্ষার প্রয়োজন। স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়াশুনা করে শিক্ষা অর্জন করতে হয়। সমাজ থেকে একটা শিক্ষা আমরা প্রতিদিন পেয়ে থাকি। তা আমাদের চলার পথে কাজে লাগে প্রতিনিয়ত। আপনি শিক্ষা গ্রহণ করছেন আপনার জীবনে সাফল্য লাভের তাগিদে। শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কয়েকটি বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া একান্ত জরুরী। ভালো শিক্ষকদের পরামর্শ নিয়ে চলতে হবে। পরামর্শ সঠিক হলে তা অবশ্যই মূল্যবান হতে পারে জীবনের ক্ষেত্রে। পড়াশুনার প্রতি যেমন মনোযোগী হতে হবে তেমনি কোন বিষয় পড়াশুনা করে এগিয়ে যেতে হবে সেই সিদ্ধান্ত নেওয়ার ভার আপনার হাতেই। নিজের মতকে অগ্রাধিকার দিতে হবে। কারণ, জীবনের লক্ষ্যটা আপনাকেই ঠিক করতে হবে। নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করে সাফল্যের লক্ষ্যে পৌঁছাতে হবে ।

অধ্যবসায়েই শক্তি। সাফল্যের জন্য অধ্যবসায় অপরিহার্য। ভয় মানুষের উন্নতির পথে অন্তরায় হয়ে দাঁড়ায় । ভয়কে জয় করতে না পারলে জীবনের লক্ষ্য পূরণ হবে না । ব্যর্থতা থাকবে তবুও সাহস করে এগিয়ে চলতে হবে। অধ্যবসায় ও ধৈর্য সফলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সে ছাত্র জীবনেই হোক বা কর্মজীবনেই হোক। ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ভুল হওয়া মানে হেরে যাওয়া নয়। ভুল থেকে শিক্ষা নিন। সাফল্যের শীর্ষে পৌঁছনোর দরজা আপনার জন্য খোলা রয়েছে।

Related posts

Leave a Comment