রাইটস লিমিটেডে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ১৫০ জনকে নিচ্ছে রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকনমিক সার্ভিসেস লিমিটেডে (রাইটস লিমিটেড) নিয়োগ হবে চুক্তিতে।
নিয়োগ হবে ইস্ট, ওয়েস্ট, সাউথ এবং নর্থ রিজিয়নের রাজ্য গুলিতে। ইস্ট রিজিয়নের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, মেঘলয়, নাগাল্যান্ড, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ইস্ট রিজিয়নে মোট শূন্য পদ ৭৫টি (ভ্যাকান্সি নং M/122/25)। এছাডা, নর্থ রিজিয়নে শূন্যপদ ৫০টি। সাউথ রিজিয়নে শূন্যপদ ১৫টি। ওয়েস্ট রিজিয়নে শূন্যপদ ১০টি।
মেকানিক্যাল/ প্রোডাকশন/ প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল/ ম্যানুফ্যাকচারিং/ মেকানিক্যাল অ্যান্ড অটোমোবাইল ডিসিপ্লিনে পুরো সময়ের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাধারী হতে হবে।
প্রাথিবাছাইয়ের প্রথম ধাপের লিখিত পরীক্ষায় ১০০ শতাংশ ওয়েটেজ। পরীক্ষায় থাকবে কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড, ডাটা ইন্টাপ্রিটেশন, লজিক্যাল রিজনিং এবং বেসিক অ্যাওয়্যারনেস/ জেনারেল নলেজের ১২৫টি অবজেক্টিভ টাইপ প্রশ্ন। প্রতি প্রশ্নে ১ নম্বর। অনলাইন পরীক্ষা হবে ১১ জানুযারি, ২০২৬ তারিখে। সময় আড়াই ঘণ্টা। নেগেটিভ মার্কিং নেই।
আবেদনের ফি সাধারণ/ ওবিসিদের জন্য ৩০০ টাকা। ইডব্লিউএস/ তফশিলি/ প্রতিবন্ধীদের জন্য ১০০ টাকা। দুটি ক্ষেত্রে প্রযোজ্য কর অতিরিক্ত এবং তা দিতে হবে প্রার্থীকেই। তফশিলি/ প্রতিবন্ধীদের (জিএসটি/ ব্যাঙ্ক চার্জ কেটে) লিখিত পরীক্ষা/ ইন্টারভিউয়ের সময় এই ফি ফেরত দেওয়া হবে। ফি পেমেন্টের ক্ষেত্রে হেল্প ডেস্ক নম্বর- 011-33557000, এক্সটেনশন কোড – 13221.
আবেদন করবেন অনলাইনে www.rites.com ওয়েবসাইটের মাধ্যমে, ৩০ ডিসেম্বরের মধ্যে। সাইটে ঢুকে কেরিয়ার সেকশনে গিয়ে রেজিস্ট্রেশন ফর্ম্যাট পূরণ করবেন। রেজিস্ট্রেশন নম্বরটি লিখে রাখবেন। আবেদনটি ডাউনলোড করে, প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে কাজে লাগবে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে।

