Home Miscellaneous প্লাস্টিকমুক্ত এলাকা মশার আঁতুড়ঘর হওয়ার সম্ভাবনা, সরব বাসিন্দারা

প্লাস্টিকমুক্ত এলাকা মশার আঁতুড়ঘর হওয়ার সম্ভাবনা, সরব বাসিন্দারা

5
0
North Dum Dum Municipality
North Dum Dum Municipality

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : প্লাস্টিকমুক্ত এলাকা বলে ঘোষণা করে উত্তর দমদম পুরসভা কর্তৃপক্ষ। প্লাস্টিক বন্ধে বাজার ও বিভিন্ন জায়গায় অভিযানও চলেছিল। সূত্রের খবর, বর্তমান পরিস্থিতিতে এলাকার বিভিন্ন পুকুরে পড়ে থাকা গুচ্ছ-প্লাস্টিক অন্য কথা বলছে। অন্যদিকে বর্ষার সূচনায় শুরু হয়েছে বৃষ্টি। এরপর স্বাভাবিকভাবেই মশার উপদ্রব বেড়েছে। পুকুরে আবর্জনা ও প্লাস্টিক জমে থাকায় তা দ্রুত পরিষ্কার করার দাবি জানিয়েছেন বাসিন্দারা। এই জঞ্জাল মশার আঁতুড়ঘর হয়ে উঠতে পারে, এমন সম্ভাবনার কথাও বলা হচ্ছে।

স্থানীয় সূত্রে আরও খবর, উত্তর দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে রামকৃষ্ণপল্লির প্রবেশের পথে একটি পুকুর রয়েছে। সম্পূর্ণটা আগাছাতে পূর্ণ। পুকুরের উপর ভাসছে প্লাস্টিক ও সোলার নানা জিনিসপত্র। পুকুরটিকে ঘিরে গড়ে উঠেছে বড় বড় আবাসন। এক্ষেত্রে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অবিলম্বে পুকুরটি পরিষ্কার করা দরকার। করোনা পরিস্থিতির মধ্যে ডেঙ্গু যাতে মাথাচাড়া দিতে না পারে, সেজন্য উদ্যোগ নিতে হবে। পুরসভার এ বিষয়ে নজরদারির প্রয়োজন রয়েছে বলে স্থানীয়রা মনে করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here