জীবনের সফলতায় : করুন লক্ষ্য স্থির
পরীক্ষা বা চাকরি ক্ষেত্রে যে বিষয়গুলি মাথায় রাখবেন,সেগুলি আলোচনা করা হচ্ছে নজর দিন। জীবনে সফলতা পেতে হলে এই বিষয়গুলি গুরুত্ব দিতেই হবে। সেগুলি মেনে চললে এগিয়ে যাবেন জীবনের অনেকটা পথ। সফলতা পাওয়া ব্যক্তিরা বলছেন-(১)জীবনে চলার পথে যাই করুন লক্ষ্য স্থির রাখুন। স্পষ্ট ও সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে সফলতার দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে। (২) বর্তমান সময়ে প্রযুক্তির ব্যবহার বেড়ে চলেছে। এক্ষেত্রে প্রযুক্তির সুবিধা-অসুবিধা দুটি দিক রয়েছে। সেগুলির সুবিধা কাজে লাগিয়ে কাজের দক্ষতা বাড়িয়ে তুলতে চেষ্টা করুন।(৩)টাইম ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। সময়ের সঠিক ব্যবহারের উপর গুরুত্ব দিতে হবে। তার ওপরই ফলাফল নির্ধারণ হবে এটা মনে রাখবেন। সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে। (৪)কাজের অগ্রাধিকার দেওয়াটা জরুরী। গুরুত্বপূর্ণ কাজগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে করতে হবে। প্রয়োজনীয় কাজগুলি যেমন করবেন তেমনি অপ্রয়োজনীয় কাজগুলোকে এড়িয়ে চলতে হবে।(৫)বর্তমান সময়ে দক্ষতা বা জ্ঞানের খুবই প্রয়োজন। কেবলমাত্র বইয়ের জ্ঞান হলেই হবে না। জীবনে বাস্তব অভিজ্ঞতা দিয়ে বিষয়ের গভীরে আপনাকে পৌঁছে যেতে হবে। তার জন্য তৈরি হতে হবে।
(৬)জীবনে চলার ক্ষেত্রে মনোযোগ দেওয়াটা খুবই দরকার। অনেক ক্ষেত্রে দেখা যায়,কাজ শুরু করা হয়েছে তবে মনোযোগের অভাবে সেই কাজ দ্রুত করা সম্ভব হচ্ছে না। সেই বিভ্রান্তি সরিয়ে মনোযোগ সহকারে কাজ করতে হবে।(৭) সতর্ক সিদ্ধান্ত নেওয়াটা জরুরী। যেকোনও সিদ্ধান্ত ভাবনা-চিন্তা করে সার্বিক বিবেচনা করে করতে হবে।
(৮) জীবনে আত্মবিশ্বাস নিয়ে সামনের দিকে চলতে হবে। শিক্ষা গ্রহণের ক্ষেত্রে বা চাকরি করার ক্ষেত্রে নিজের ওপর সবসময় বিশ্বাস রাখতে হবে।
(৯) মনে রাখবেন প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। প্রতিক্রিয়া মাথায় রেখে কাজ করতে হবে। ক্রিয়া-প্রতিক্রিয়া বুঝেই কাজ করতে হবে।
(১০)মূল্যায়ন একটা বিষয়। পরিকল্পনা,কৌশল,কাজ,ফলাফল সবসময় বিবেচনা করেই মূল্যায়ন করতে হবে।

