video contentEducation Alerts Knowledge Update Miscellaneous Teaching 

বই পড়া নেশা থেকে পেশাও হয়ে দাঁড়াতে পারে

বই পড়া অনেকের কাছেই প্রিয় নেশা। বিভিন্ন ধরণের বই আমরা কিনি তা পড়ি। বিভিন্ন ধরণের বইয়ের সম্ভার অনেক মানুষের বাড়িতে দেখা যায়। শিক্ষিত মানুষরা বই পড়ে জ্ঞানের পরিধি বাড়িয়ে তুলতে। একটি কথা খুব প্রচলিত- বই কিনে কেউ দেউলিয়া না। কারণ, বই পড়ে আমাদের যে জ্ঞান অর্জন হয়, তা জীবনের বিভিন্ন পর্যায়ে আরও সমৃদ্ধ হতে সহায়তা করে। বর্তমান সময় ডিজিটাল বিশ্ব। বই থেকে জ্ঞান সংগ্রহ করা ছাড়াও অর্থ উপার্জনও করা সম্ভব হতে পারে। বই পড়া প্রিয় নেশা হলে পেশাও হয়ে দাঁড়াতে পারে। বই পড়ে আর্থিক উপার্জনের দিকগুলি একনজর দেখে নেওয়া যাক। (১)বই-বিষয়ক ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারেন। ইউটিউব, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন মাধ্যমে ভিডিও কন্টেন্ট তৈরি করতে হলে বিভিন্ন বই থেকেই বিষয়বস্তু নির্বাচন করতে পারেন । বইপত্র-কেই বেছে নিতে পারেন। নিজের সংগ্রহে রাখা প্রিয় বইগুলো নিয়েই শুরু করতে পারেন আপনার মনের মতো ভিডিও তৈরি করা। আপনি বইমেলায় গিয়ে ঘুরে ঘুরে আপনার পছন্দের বইগুলি সংগ্রহ করেন। বই-বিষয়ক ভিডিও কন্টেন্ট তৈরি করতে হলে কিভাবে এগোবেন তার পথ-নির্দেশ ভালো করে খেয়াল করুন।


নির্দিষ্ট কোনও একটি বই সম্পর্কে তথ্য জানার জন্য তা খুঁটিয়ে পড়ুন। বইয়ের গভীরে যেতে হবে। বইটি কার লেখা,কবে,কোন প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে সেসবগুলি ভালো করে দেখুন। পরবর্তী সময়ে বইটির বিষয়বস্তু জেনে সেই সম্পর্কে আলোচনা করতে হবে। বইটি আপনার কেন ভালো লাগছে বা খারাপ লাগছে তা নিয়ে দৃঢ়তার সঙ্গে বর্ণনা করুন। ঠিক এই ভাবেই আপনার পছন্দের বিভিন্ন বই নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মের উপযোগী ছোট-বড় কন্টেন্ট তৈরি করতে পারেন। বিষয়টি সময় সাপেক্ষ হলেও এক্ষেত্রে আয়ের দিকটা হল- ভিডিও মনিটাইজ করার মাধ্যমে ভিডিও থেকে অর্থ উপার্জন করা যায়। পেইড প্রোমোশন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমেও ভিডিও থেকে রোজগার হতে পারে। আপনি নিজে ভিডিও করলে বাচনভঙ্গী ও পড়াশুনার মধ্যে আপনাকে থাকতেই হবে। আজ এখানেই শেষ করি।

Related posts

Leave a Comment