Rain Day-1Miscellaneous 

আন্দামান সাগরে নিম্নচাপ ঘনীভূত

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর সূত্রের খবর, আন্দামান সাগরে নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে আরও জানানো হয়েছে, আগামী ৪ ডিসেম্বর, শনিবার নাগাদ দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে। এর জেরে শনিবার ও রবিবার গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। আবহাওয়া দফতর সূত্রের আরও খবর, শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও ঝাড়গ্রাম-সহ বেশ কিছু স্থানে ভারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও ঝাড়গ্রামে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।

Related posts

Leave a Comment