কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীনে থাকা প্রায় ৬ কোটি ২ লক্ষ রেশন গ্রাহককে বিনা পয়সায় ডাল দেওয়ার উদ্যোগ শুরু হল। সূত্রের খবর, পরিবারপিছু ১ কেজি করে ডাল রেশনে বিনামূল্যে ৩ মাস ধরে দেওয়া হবে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অম্ল যোজনার অধীনে এই ডাল দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, প্রথম মাসে মসুর ও বাকি ২ মাস মুগ ডাল পাবেন গ্রাহকরা।
ওই প্রকল্পে ৩ মাস ধরে মাসে মাথাপিছু অতিরিক্ত ৫ কেজি করে চালও বিনামূল্যে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে অল ইন্ডিয়া ফেয়ারপ্রাইস শপ ডিলার্স ফেডারেশনের অভিযোগ, সব গ্রাহককে পরিবারপিছু ১ কেজি করে দেওয়ার মতো পর্যাপ্ত ডাল অনেক ডিলারই পাননি। আবার রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের গ্রাহকরা এই ডাল পাবেন না– এ নিয়ে মতান্তর তৈরি হওয়ার আশঙ্কাও থাকছে। এ বিষয়ে আরও জানা যায়, অশান্তি এড়ানোর জন্য ডিলাররা নোটিস দিয়ে জানিয়ে দেবেন সরকারি নির্দেশ মতো শুধু জাতীয় প্রকল্পের গ্রাহকদের ডাল দেওয়া হচ্ছে।