পশ্চিমবঙ্গে ১০৭৯৭ আসনে নার্সিং কোর্স
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের ১৬৮টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (এএনএম)-এর সার্টিফিকেট এবং জেনারেল নার্সিং অ্যান্ড মিডওযাইফারি (জিএনএম)-এর ডিপ্লোমা কোর্সে ১০,৭৯৭ জনকে ভর্তির জন্য দরখাস্ত নিচ্ছে। বাছাই পরীক্ষা – কমন এন্ট্রান্স টেস্ট হবে ১১ ও ১২ জুন। প্রার্থীকে বাংলায় লিখতে, পড়তে ও কথা বলতে জানতে হবে। তবে যাঁদের মাতৃভাষা নেপালি তাঁদের ক্ষেত্রে এই শর্তটি প্রযোজ্য নয়।
এএনএম কোর্সে কেবলমাত্র মহিলারা আবেদন করতে পারবেন। তবে জিএনএম কোর্সের ক্ষেত্রে কেবল ৬টি প্রতিষ্ঠানেই পুরুষরা আবেদন করতে পারবেন। জিএনএম কোর্সের ক্ষেত্রে প্রার্থীকে ৩১-১২-২০২১ তারিখ পর্যন্ত অন্তত ৫ বছর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। অন্যদিকে, এএনএম কোর্সের ক্ষেত্রে প্রার্থীকে ৩১-১২-২০২১ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ তথা কোনও গ্রামপঞ্চায়েত এলাকার অন্তত ৫ বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে।
অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওযাইফারির ক্ষেত্রে — কোনও স্বীকৃত বোর্ড/ প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা ইংরিজি একটি বিষয় নিয়ে পড়ে থাকলে আবেদন করতে পারেন। এই পদের ক্ষেত্রে অভিজ্ঞতা না থাকলেও চলবে। জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারির ক্ষেত্রে — কোনও স্বীকৃত বোর্ড/ প্রতিষ্ঠান থেকে মোট অন্তত ৪০ শতাশ নম্বর সহ উচ্চমাধ্যমিক/ সমতুল পাশ প্রার্থীরা ইংরিজিতে ৪০ শতাংশ নম্বর পেয়ে থাকলে অথবা পাশ নম্বর সহ অক্সিলিয়ারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি হিসেবে নাম রেজিস্ট্রেশন থাকলে অথবা মোট অন্তত ৪০ শতাংশ নম্বর নিয়ে ইংলিশ বিষয় সহ ভোকেশনাল স্ট্রিম-হেলথ কেয়ার সায়েন্সের উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। সঙ্গে রাজ্য সরকারে কর্মরত এএনএমদের ক্ষেত্রে ৩ বছরের সন্তোষজনক অভিজ্ঞতা থাকা চাই।
বয়স হতে হবে ৩১-১২-২০২২ তারিখের হিসেবে ১৭ থেকে ৩৫ বছরের মধ্যে। অর্থাৎ জন্মতারিখ হতে হবে ৩১-১২-২০০৫ বা তার আগে।
প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। উত্তরের জন্য সময় পাবেন দেড় ঘণ্টা। নেগেটিভ মার্কিং আছে।
আবেদন করবেন অনলাইনে http://wbjeeb.nic.in/ ওয়েবসাইটের মাধ্যমে, ২৮ জানুয়ারি, সন্ধে ৬টার মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে নথিপত্র স্ক্যান রাখবেন। আবেদনের ফি বাবদ দিতে হবে ৪০০ (তফশিলি, ওবিসি ও অনাথ প্রার্থীদের ক্ষেত্রে ৩০০) টাকা। অনলাইন ফি জমা দেবেন ডেবিট/ ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। প্রতিষ্ঠান অনুযায়ী আসন সংখ্যা সহ আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন:: এখানে

