Mamata Bandyopadhyay-7Miscellaneous 

সরকারি দপ্তরে দুটি আলাদা শিফটে কাজ হবেঃ মুখ্যমন্ত্রী

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ২ শিফটে রাজ্য কর্মীদের ডিউটির ঘোষণা মুখ্যমন্ত্রীর। লোকাল ট্রেন ও মেট্রো বন্ধ। আবার বাস পর্যাপ্ত নয়। সূত্রের খবর, হাওড়া-শিয়ালদহ মিলিয়ে জেলার লক্ষাধিক মানুষ শহরে আসেন। গণপরিবহণের বর্তমান পরিস্থিতিতে তা সামাল দেওয়া সম্ভব নয়। এরফলে রাস্তায় সামাজিক দূরত্ব মানাও সম্ভব যাচ্ছে না। ভিড় থেকে সংক্রমণের আশঙ্কা থাকছেই। এই পরিস্থিতিতে দুর্ভোগও বেড়েছে। সব মিলিয়ে নাজেহাল অফিসযাত্রীরা।

এক অভিনব উদ্যোগ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে তাঁর সিদ্ধান্ত, রাজ্য সরকারি দপ্তরে এখন থেকে একটির বদলে দুটি আলাদা শিফটে কাজ হবে। বর্তমানে ৭০ শতাংশ কর্মী নিয়ে কাজ চলছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটে ও দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুটি শিফটে কাজ করবেন সরকারি কর্মচারীরা। তা একেবারে নিচের স্তর থেকে ডেপুটি সেক্রেটারি পদমর্যাদা পর্যন্ত।

নবান্নে মুখ্যমন্ত্রীর বক্তব্য, অর্থনীতির স্বার্থে সরকারি-বেসরকারি অফিস-শিল্প সংস্থায় কাজ শুরু হয়েছে। ট্রেন-মেট্রোর মতো গণপরিবহণ না চলায় কর্মস্থলে পৌঁছতে অসুবিধায় পড়ছেন কর্মীরা। জেলা থেকেও অনেকে শহরে আসেন। কাজেই কলকাতার বুকে প্রতিদিন ৫ হাজার বাস চালানো হলেও মানুষের সমস্যা হচ্ছে। সেই কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করা করেছে। আবার কর্মীদের দপ্তরে পৌঁছনোর নির্দিষ্ট সময়েও কিছুটা ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, নির্ধারিত সময়ের ১ ঘন্টা দেরিতে এলেও হাজিরা খাতায় লাল কালি পড়বে না। বেসরকারি সংস্থার কর্মীদের ক্ষেত্রেও তাঁদের স্বার্থের কথা ভেবে যথাসম্ভব বাড়ি থেকে কাজের সুযোগ দেওয়ার জন্য সংস্থাগুলিকে অনুরোধ করেছেন মমতা। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর আবেদন, যেখানে তা সম্ভব নয়, সেখানে অন্তত কাজের সময়টুকু ভাগ করে দিলে ভাল হয়। বেসরকারি সংস্থায় ঠিকমতো বেতন না হওয়া নিয়েও সরব হয়েছেন তিনি।

Related posts

Leave a Comment