Home Miscellaneous সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের পর্যটন কেন্দ্র খুলছে

সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের পর্যটন কেন্দ্র খুলছে

52
0
tiger
tiger

আমার বাংলা কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ দীর্ঘ তিনমাস বন্ধ থাকার পর আবার খুলতে চলেছে সুন্দরবনের পর্যটন কেন্দ্রগুলি।কর্তৃপক্ষের নির্দেশাবলী মেনে চলতে হবে পর্যটকদের।সূত্রের খবর, ১০ বছরের নিচে ও ৬৫ বছরের উর্দ্ধে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকছে।প্রত্যেক পর্যটককে মাস্ক পড়তে হবে। লঞ্চে ওঠার আগে ও পরে হাত স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করতে হবে।একটি ক্যাম্পে ৫টির বেশি লঞ্চ রাখা যাবে না।আবার একটি লঞ্চে ৩৫ জনের বেশি পর্যটক উঠতে পারবেন না।প্রসঙ্গত, গত ১৮ মার্চ থেকে বন্ধ ছিল সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের সব পর্যটন কেন্দ্রগুলি।ফলে এই ব্যবসার সঙ্গে যুক্ত সকলকে ক্ষতির মুখে পড়তে হয়।এই পর্যটন শিল্প থেকেও রাজ্য সরকারের যথেষ্ট আয় হয়।তাই যখন সব ধাপে ধাপে খুলে যাচ্ছে তখন সুন্দরবনের ব্যাঘ্রপ্রকল্পও খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here