কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ করোনা পরবর্তী পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই শহরের রাস্তায় সাইকেল চলাচলের অনুমতি দিল কলকাতা পুলিশ৷ বাইসাইকেল-ই যে একমাত্র ভরসা হতে চলেছে সাধারণ মানুষের বুঝে, এ দিন ট্যুইট করে এ কথা জানান নগরপাল অনুজ শর্মা৷ সূত্রের খবর, কোন কোন পথে সাইকেল চলতে পারবে, সে সমস্ত রাস্তার তালিকা তৈরি করতে চলেছে কলকাতা পুলিশ৷
উল্লেখ্য, সোমবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন সাইকেল যাওয়ার জন্য আলাদা রাস্তার জায়গা করুক পুলিশ। সেই মতো কাজও শুরু হয়।এরপর কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা ট্যুইট করে জানান, আগামী ৩০ জুলাই পর্যন্ত শহরের রাস্তায় চলবে সাইকেল।শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ভিন্ন বিকল্প রাস্তা দিয়েই যেতে পারবে সাইকেল।