Home Miscellaneous পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে উদ্যোগী মুখ্যমন্ত্রী

পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে উদ্যোগী মুখ্যমন্ত্রী

24
0
Mamata Bandyopadhyay-8
Mamata Bandyopadhyay-8

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করোনার আবহে থেমে থাকবে না উন্নয়ন। সূত্রের খবর, গ্রামীণ এলাকার ৭১ শতাংশ মানুষের কাছে পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে উঠে পড়ে লেগেছে রাজ্য। এক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আর্সেনিক প্রবণ এলাকাগুলিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, যেভাবে হোক, আগামী কয়েক মাসের মধ্যে পানীয় জলের নির্মীয়মাণ প্রকল্পগুলির বকেয়া কাজ শেষ করতেই হবে। পাশাপাশি জনস্বাস্থ্য কারিগরি দপ্তর (পিএইচই)-এর সঙ্গে সমন্বয় রেখে কাজের তৎপরতার জন্য উদ্যোগও নিয়েছেন তিনি।

উল্লেখ্য, রাজ্যে এখন গ্রামীণ এলাকার ৫৯ শতাংশ মানুষ নলবাহিত পানীয় জলের পরিষেবা পান। নির্মীয়মাণ প্রকল্পগুলি শেষ হলে নতুন করে আরও ৫০ লক্ষ মানুষ এই পরিষেবার সঙ্গে যুক্ত হবেন বলে জানা গিয়েছে। এরফলে ৭১ শতাংশের লক্ষ্যমাত্রা ছোঁয়া সম্ভব বলে মনে করছে পিএইচই। সূত্রের আরও খবর, প্রকল্পগুলির বাস্তবায়নে ১০ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী। কাজও শুরু হয়েছিল দ্রুতগতিতে। লকডাউন পর্বে সব কাজই থমকে যায়। এখন শুরু আনলক-১। এই অবস্থায় দ্রুত কাজ শেষ করতে যুদ্ধকালীন তৎপরতা চলছে পিএইচই-তে। ডিসেম্বর মাসের মধ্যেই প্রকল্পগুলির তিন-চতুর্থাংশ সম্পূর্ণ করা হবে বলে জানিয়েছেন জলসম্পদমন্ত্রী সৌমেন মহাপাত্র। এ বিষয়ে তিনি জানান, প্রকল্পগুলি শেষ করতে মুখ্যমন্ত্রী নিজে নজরদারি করছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পের সঙ্গে যুক্ত ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দিচ্ছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here