Home Miscellaneous “আম্ফান” ঝাপটায় আমের দাম এবার চড়া

“আম্ফান” ঝাপটায় আমের দাম এবার চড়া

77
0
Mango Business
Mango Business

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : এবার “আম্ফান” ধাক্কায় আম থেকে বঞ্চিত বাঙালি। রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, বাজারে এখন হিমসাগরের দাম চড়া। ল্যাংড়ার দিকে হাত বাড়ানো মুশকিল হচ্ছে। এবছর আম নাগালের বাইরে। ঘূর্ণিঝড় আম্ফান রাজ্যের জীবন-জীবিকার ক্ষতি করেছে। সূত্রের আরও খবর, মেছুয়া ও শিয়ালদহ-সহ শহরের বিভিন্ন বাজারে যে-কোনও ধরনের আমের দর একেবারে আকাশছোঁয়া। কলকাতার বড় ফলপট্টি মেছুয়ায় মাঝারি মানের হিমসাগর কেজি প্রতি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

সাইজ একটু বড় হলে সেই দাম বেড়ে দাঁড়াচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। আমের পাশাপাশি লিচুর বাজার-দরও ৭০ থেকে ১০০ টাকার কাছাকাছি। মেছুয়ার পাইকারি বিক্রেতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা ও আম্ফান দুটি বিপর্যয়ে দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এ বছর জোগানও কম। অন্যান্য বার আমের বিপুল জোগানো থাকে। এবার ঝড়ে অনেক কাঁচা আম নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছিল মুকুলও। আমের যা দাম ছিল, এখন তা অনেকটা কমেছে বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here