৫ জুন পরিবেশ দিবসের সূচনায় মুখ্যমন্ত্রী
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ভেঙে পড়া গাছ বসিয়ে পরিবেশ দিবসের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আম্ফান-এর ঝাপটায় শহরের বিস্তীর্ণ অংশে বড় বড় গাছ উপড়ে গিয়েছে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ইউক্যালিপটাস, কৃষ্ণচূড়া, বাদাম ও রাধাচূড়া গাছ বেশি পড়েছে। অন্যদিকে ভেঙে পড়া কিছু গাছকে পুনরায় বসানোর চেষ্টা শুরু হয়েছে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম রবীন্দ্র সরোবরে ওই কাজের সূচনা করেছিলেন। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে আগামী ৫ জুন পরিবেশ দিবসে এমনই একটি ভেঙে পড়া গাছ পুনরায় বসানো হবে। ওই অনুষ্ঠানের মধ্য দিয়েই পরিবেশ দিবসের সূচনা হবে বলে জানা গিয়েছে।
বন দপ্তর সূত্রের আরও খবর, হরিশ মুখোপাধ্যায় রোডে মুখ্যমন্ত্রী একটি ভেঙে পড়া গাছ ফের বসাবেন। রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, বন দপ্তর শহরে ভেঙে পড়া গাছ নিয়ে কিছু তথ্য আমাদের দিয়েছে। সংশ্লিষ্ট দপ্তর সমীক্ষা করে জানিয়েছে, শহরে ১৫ হাজার ২২০টি গাছ পড়েছে। আমরা আগামী ৩ মাসে ৫০ হাজার গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নিয়েছি। পরিবেশ দিবস থেকে সেই উদ্যোগের শুরু হবে। বন দপ্তর পুরসভাকে শাল, সেগুন, দেবদারু ও নিম গাছ বসানোর জন্য প্রস্তাব দিয়েছে। এগুলি অন্যান্য গাছের তুলনায় অনেক শক্তিশালী হয়।