কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ব্রাজিলে ফুটবল ফেরাতে মরিয়া রাষ্ট্রপতি। করোনা মহামারীতে জেরবার গোটা বিশ্ব। তার হাত থেকে রেহাই মেলেনি ব্রাজিলেরও। উল্লেখ্য, দক্ষিণ আমেরিকায় করোনার অন্যতম হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে দেশটি। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৩০ হাজারের কাছাকাছি। সেই নিরিখে চতুর্থ স্থানে ব্রাজিল।
এই সঙ্কটের মধ্যেই দেশে আবারও ফুটবল মরসুম শুরু করতে চলেছেন ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বোলসোনারো। শুরু থেকেই করোনাকে সামান্য ফ্লু হিসেবে দেখেছেন তিনি। এবার তিনি দাবি করেছেন, শারীরিক ফিটনেসের কারণে খেলোয়াড়দের করোনায় মৃত্যুর ঝুঁকি অনেক কম। তাঁর এমন মন্তব্য ঘিরে ব্রাজিলে জল্পনা।