কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : নাসার ভেন্টিলেটর তৈরির লাইসেন্স পেল ৩ ভারতীয় সংস্থা। সূত্রের খবর, করোনা আক্রান্তদের জন্য নাসার তৈরি ভেন্টিলেটর উৎপাদনের লাইসেন্স পেল ওই সংস্থারা। জানা গিয়েছে, এই ৩টি ভারতীয় কোম্পানি ছাড়াও অন্য দেশের আরও ১৮টি ফার্ম এই লাইসেন্স পেয়েছে। সূত্রের আরও খবর, নাসা এই ভেন্টিলেটরের নাম দিয়েছে ভাইটাল। গত ৩০ এপ্রিল আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জরুরি প্রয়োজনে এই ভেন্টিলেটর ব্যবহারের অনুমতি দিয়েছে। এক্ষেত্রে নাসার দাবি, অতি সঙ্কটজনক করোনা রোগীদের ক্ষেত্রে সাধারণ ভেন্টিলেটর কাজ দেয় না, তখন এই হাই প্রেশার ভেন্টিলেটর ব্যবহারে উপকার পাওয়া যাবে। এই ভেন্টিলেটর ব্যবহার করা সহজ বলেও জানিয়েছে নাসা।