Home Miscellaneous সিএমআইই-র রিপোর্টে কর্মসংস্থান নিয়ে উদ্বেগ

সিএমআইই-র রিপোর্টে কর্মসংস্থান নিয়ে উদ্বেগ

28
0
CMIE head quarter
CMIE head quarter

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ৬ সপ্তাহ লকডাউন পর্ব চলছে দেশে। ১০০ জনের মধ্যে এক-তৃতীয়াংশই কর্মহীন বর্তমান পরিস্থিতিতে। এমনই রিপোর্ট তুলে ধরল সেন্টার ফর মনিটরিং অফ ইন্ডিয়ান ইকোনোমি (সিএমআইই)। ওই রিপোর্টে জানানো হয়েছে, লকডাউন পর্বে এপ্রিল মাসে কাজ হারানোর তালিকায় ছিল দেশের প্রায় ১৩ কোটি মানুষ।

আবার ৩ মে শেষ হওয়া সপ্তাহে দেশে বেকারত্বের হার রেকর্ড শতাংশে পৌঁছেছে। যা ২৭.১ শতাংশ। এবিষয়ে আরও বলা হয়েছে, দিনমজুর এবং ছোট দোকানে কাজ করতেন এমন ৯.১৩ কোটি মানুষের এখন কোনও কর্মসংস্থান নেই। আবার কারখানা ও ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন ১.৮২ কোটি উদ্যোগপতিও।

এক্ষেত্রে কাজ হারিয়েছেন ১.৭৮ কোটি মানুষ। দেশের এই চিত্রের পাশাপাশি রাজ্যের ছবিতেও কোনও ব্যতিক্রম নেই বলে জানানো হয়েছে। অন্যদিকে, রাজ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং অতিক্ষুদ্র শিল্পের ৩৫ শতাংশ কর্মী কাজ হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞদের পক্ষ থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here