Tag: report
মানুষের সুখ কিসে! : দেখুন গবেষণার রিপোর্ট
অনেকেই বলে থাকেন,টাকায় সব সুখ। আবার কারও কারও মতে, স্বাস্থ্য ভাল থাকলেই সুখী হতে পারেন মানুষ। প্রকৃতপক্ষে মানুষ কিসে সুখী তা জানাল গবেষণার রিপোর্ট। জেনে নিন সেই গবেষণার রিপোর্ট কি বলছে।
আবহাওয়ার খবর জানুন
আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে, তাপমাত্রা নামতে শুরু করবে পূর্ব ভারতের রাজ্যগুলিতে। জমিয়ে শীতের কথা বলা হচ্ছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে।
এ বিষয়ে আরও বলা হয়েছে, চলতি সপ্তাহের দিকে জমিয়ে শীতের পর্ব শুরু হচ্ছে বাংলার জেলাগুলিতে। তাপমাত্রা সামান্য বেড়েছে। এই মুহূর্তে কলকাতা ও তৎসংলগ্ন জেলায় তাপমাত্রা ১৮ ডিগ্রির নীচে রয়েছে।
আবহাওয়ার গতিবিধি
বঙ্গোপসাগরে আবার ঘনীভূত নিম্নচাপ ৷ তা ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে চলেছে বলে খবর। এক্ষেত্রে বলা হয়েছে, সমুদ্রপৃষ্ঠে এই নিম্নচাপের গতি ঘণ্টায় ১২ কিলোমিটার ৷ আবহাওয়া দফতর সূত্রের খবর,২২ নভেম্বর পর্যন্ত এগিয়ে যাবে নিম্নচাপ ৷ পরবর্তী সময়ে এই নিম্নচাপ দুর্বল হয়ে যাবে বলে জানানো হয়েছে।
আবহাওয়ার খবর দেখুন
মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে । বিভিন্ন জেলা জুড়ে হালকা শীতের অনুভূতি। ঠাণ্ডার পাশাপাশি রোদের প্রভাবও রয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী সপ্তাহে আরও খানিকটা তাপমাত্রা কমার সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে রাজ্যজুড়ে শীতের আমেজ বজায় থাকবে।
আবহাওয়ার খবর
বাংলার বিভিন্ন জেলায় শীতের পরশ। সকালে ও রাতে স্বল্প শীতের অনুভূতি। দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার। বেলা বাড়তেই রোদের তীব্রতা বাড়ছে। উত্তরবঙ্গে তুষারপাত। তাপমাত্রা নামছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে ৷ অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের নীচে থাকবে ৷
নজরে আবহাওয়া
রাজ্যের বিভিন্ন জেলায় শীতের আভাস। আগামী সপ্তাহে পারদ নীচে নামার সম্ভাবনা। আজ কলকাতায় ১৮-র নীচে পারদ। আগামী সপ্তাহে রাজ্যের তাপমাত্রা আরও নামবে বলে জানানো হয়েছে। গতকাল ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। প্রতিটি জেলায় শীতের স্পেল শুরু হয়েছে। এই মুহূর্তে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।
নজরে আবহাওয়া
বঙ্গোপসাগরে আবারও নতুন নিম্নচাপ। এর প্রভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও রয়েছে। তার গতিবেগ হবে গড়ে ৪৫-৫০কিলোমিটার ৷ আবহাওয়া দফতর সূত্রের খবর, আন্দামান সাগর সংলগ্ন ট্রপোস্ফিয়ার লেভেলে গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে ৷ তার জেরে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা। তা পরবর্তী সময়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে নিম্নচাপ সৃষ্টি করার সম্ভাবনা।
আবহাওয়ার খবর
এই মুহূর্তে ভারতের বিভিন্ন এলাকার আবহাওয়া ভিন্ন ভিন্ন ভাবে ধরা দিচ্ছে ৷ দক্ষিণের রাজ্যগুলিতে এখনও বৃষ্টির প্রভাব। আবার হিমালয় সংলগ্ন ক্ষেত্রে তুষারপাত জারি ৷ এই তুষারপাতের আবহে সমগ্র উত্তর ভারতে শীতের প্রভাব ৷ হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর সহ এলাকাগুলিতে তুষারপাত শুরু ৷ অন্যদিকে একই কারণে অন্য এলাকা সমূহে তাপমাত্রার পতন লক্ষ্য করা যাচ্ছে ৷
জেনে নিন আবহাওয়ার খবর
শীতের আমেজ আরও বাড়ল। কলকাতা সহ জেলার পারদ অনেকটাই নিম্নমুখী। ২০ ডিগ্রির নীচে নেমে গেল। আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতার তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। বেশ কয়েকদিন কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে থাকবে বলেও জানানো হয়েছে।
এই মুহূর্তে সকাল সন্ধ্যায় শীতের আমেজ অনুভূত হচ্ছে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে হালকা শীতের আভাস। তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রিতে নেমে যাওয়ার কথা বলা হয়েছে।
আজকের আবহাওয়া
মৌসম ভবন সূত্রে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, রাজস্থান, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ সহ রাজ্যগুলিতে শীতের প্রভাব দেখা যাবে ৷ একদিকে পাহাড়ে তুষারপাত হচ্ছে। অন্যদিকে দক্ষিণ প্রান্তের বেশ কিছু রাজ্যে বৃষ্টি হচ্ছে ৷ এক্ষেত্রে বলা হয়েছে,জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বরফ পড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।